গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে মুস্তাহার আলী (৩৫) নামে এক যুবকের বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি গ্রামের আব্বাস আলীর ছেলে। গতকাল বুধবার রাত দুইটার দিকে নিজস্ব মুরগির খামারে বিদ্যুতের তারে জড়িয়ে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল বুধবার রাত দুইটার দিকে মুস্তাহার তাঁর খামারে মুরগি দেখতে যান। এসময় হঠাৎ’ তারই পাতা শিয়াল মারার বৈদ্যতিক তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হন মোস্তাহার। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তাঁর মৃত্যু হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো, মোজাহারুল ইসলাম জানান, পরিবারের কেউ অভিযোগ না দেওয়ায় তাকে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।