এস এম ফকরুদ্দিন ফুুুটু, নলডাঙ্গা (নাটোর) থেকেঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ও পিপরুল ইউনিয়নে পূর্বে কোভিড-১৯ শনাক্ত হওয়া ২ জনের বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তাদের বাড়িতে ছুটে যান নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন। তিনি রোগীদের সার্বিক অবস্থার খোঁজ নেন এবং আক্রান্ত রোগীরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে তিনি জানিয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
এ সময় তিনি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত পরিবারগুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও বিভিন্ন ধরনের ফল-মূল প্রদান করেন।