গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সারা দেশে বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনাকে বাস্তবায়ন করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। এরই প্রেক্ষিতে আজ ২০ জুন শনিবার গুরুদাসপুর পৌর ছাত্রলীগের নেতৃত্বে গুরুদাসপুর রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রকার ফলজ বৃক্ষরোপণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও কলেজ হোস্টেল কমিটির আহবায়ক প্রভাষক মো.মাজেম আলী মলিন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর ছাত্রলীগের সভাপতি মো,আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.সামসুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো.কাজল সরকার,২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পাপ্পু কুন্ডু,সহ সভাপতি মো.নাজমুল হোসেন,ছাত্রলীগনেতা মন্দির ধর প্রমুখ্য।
ছাত্রলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন জানান, উপজেলার পৌর সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পর্যায়ক্রমে দুই শতাধিক বৃক্ষরোপণ করা হবে।