প্রিয়ন্তি রুম্পা দিনাজপুর থেকে.
ওহে মস্ত মানুষ শুনো শুনো,,,,,,,
আজ আমি কিছু বলতে চাই মুখ তুলো।
কাল জাতীয় বাবা দিবস গেছে,,,,,,,,
বৃদ্ধাশ্রমে আপনার বাবা কেমন আছে।
ওহে মস্ত মানুষ শুনো শুনো,,,,,,
ফেসবুকে বাবার ভালবাসায় ভাসালে ফেসবুকের ওয়াল।
সুত্যি কি তোমার বাবাকে
পাড় করিয়েছো তোমার বাড়ির দেয়াল।
ওহে মস্ত মানুষ শুনো শুনো,,,,,,,
এখন বলো বাবার শরীর ভাল তো।
কতো অবহেলায়,অযত্নে রেখেছো ফেলে বাবাকে,,,,,
বৃদ্ধ্যাশ্রমের সব বাবারা আজ তার নিজ সন্তানের জন্য বসে আছে পথ চেয়ে।
ওহে মস্ত মানুষ শুনো শুনো,,,,,,,
সারাদিন কেটেছে তোমার সন্তান আর বউকে নিয়ে আনন্দে,,,,,,
একবারো খেয়াল করে দেখেছো পথ চেয়ে আছে তোমার পিতা যে বৃদ্ধাশ্রমে।
ওহে মস্ত মানুশ শুনো শুনো একদিন তুমিও হবে যে বৃদ্ধ,,,,,
সেইদিন তোমারও শেষ আশ্রয় হবে এই বৃদ্ধাশ্রম।
বাবা দিবস,বাবা ইস দা বস।
রেসপেক্ট সব বাবাকে।
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
কবিতা বৃদ্ধাশ্রম!
-
Reporter Name
- Update Time : ০৩:১০:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- ৩১ Time View
Tag :
Popular Post