এসএম ফাকরুদ্দিন ফুটু, নলডাঙ্গা (নাটোর)থেকেঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৪৯ জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নাটোর জেলা প্রশাসক, মোঃ শাহরিয়াজ পিএএ উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৯ জন গ্রাম পুলিশদের মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা কৃষি অফিসার মোঃ আমিরুল ইসলাম প্রমূখ।
এই বাইসাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশরা আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন বলে মনে করেন উপস্থিত অতিথিবৃন্দ।