বনলতা বিনোদন.
অভিনয়ের পাশাপাশি আবৃত্তিতেও তিনি যথেষ্ট দক্ষ। দর্শক-শ্রোতাকে সেটিরই প্রমাণ দিচ্ছেন অভিনেত্রী আইরিন সুলতানা। সম্প্রতি তসলিমা নাসরিনের কবিতা ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত কবিতাটি আবৃত্তি করেছেন তিনি।
সে সঙ্গে কবিতার প্রেক্ষাপটে একটি স্বল্পদৈর্ঘ্যও নির্মাণ করা হয়েছে। এপ্রসঙ্গে আইরিন বললেন, আমরা সবাই ভার্চুয়াল মাধ্যমে অনেক বেশি অভ্যস্ত হয়ে উঠেছি। সেই কারণে আমি একটি ইউটিউব চ্যানেল চালু করছি। ছোটবেলা থেকেই আমি কবিতা খুব পছন্দ করি। আবৃত্তি করি। আমার এই কাজটি কেউ দেখেনি। স্বল্পদৈর্ঘ্যের মাধ্যমে অন্য আইরিনকে দেখা যাবে এবার।’ আগামী কোরবানির ঈদ উপলক্ষে তিনি চ্যানেলটি চালু করবেন।