প্রিয়ন্তি রুম্পা স্টাফ রিপোর্টার দৈনিক বনলতা.
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুই উপজেলার হাজারো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছেন নাটোর–৪ আসনের ৬ বারের সংসদ সদস্য এবং নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস।
এসময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও স্থানীয়দের জন্য প্রয়োজনীয় উপকরন বিতরণ করেন।
এছাড়াও তিনি আজ ৩ জুলাই শুক্রবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫৪ জন দুস্থ-অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, ১৩টি মসজিদ ও মন্দির এর দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির হাতে ৩ লক্ষ ২০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করেন। এবং ১২ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে ৭০ হাজার টাকা নগদ প্রদান করেন।
নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও মানব সম্পদ সম্পাদক মো,আনোয়ার হোসেন জানান, গত কয়েক মাস যাবত নাটোর -৪ আসনের সাংসদ গুরুদাসপুর- বড়াইগ্রাম উপজেলায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৪০ হাজার পরিবারে মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছেন।
সাংসদ আব্দুল কুদ্দুস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ, প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলাকায় সাধারণ মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় আগামী দিনের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা করাসহ পরিস্থিতি যাই হোক, নাটোরের একটি মানুষও না খেয়ে কষ্ট পাবেন না।’