বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সুন্দরী তরুণীর আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট, অতঃপর

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
  • ৩৯ Time View

বনলতা নিউজ ডেস্ক.

ফেসবুকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে ধরা খেলেন প্রতারক চক্রের তিন বিদেশি নাগরিক। বুধবার রাতে সিআইডির একটি টিম রাজধানীর এয়ারপোর্ট ও ভাটারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি ওই নাগরিকদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্যরা হলেন- ক্যামেরুনের নাগরিক সোলেমান এনজুগাং টেগোমো বার্টেইন (৪৭), এনজুনাং টউসার্জ ক্রিশ্চিয়ান (৩৮), কেনিয়ার নাগরিক ওয়াই কোঙ্গো আর্নাস্ট ইব্রাহিম (৪২)।

সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা বাংলাদেশে অবস্থান করে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লোকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তী সময়ে তাঁরা ওই ব্যক্তিদের টার্গেট করে বিভিন্ন গিফট দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিত। জেনিটারি নামের মহিলার ফেসবুক আইডি ব্যবহার করে ভুক্তভোগী বরিশালের আরিফুল ইসলামের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। জেনিটারি নিজেকে একজন আমেরিকান হিসেবে তাঁকে পরিচয় দেয় আরিফুলের জন্য ডিপ্লোমেটিক কুরিয়ার এজেন্টের মাধ্যমে উপহার পাঠাবে বলে জানায়। পরে বিভিন্ন উপহারসামগ্রী পাঠানোর কথা বলে এ চক্রটি বিভিন্ন সময়ে নগদ আট লাখ ৭০ হাজার টাকা এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ১৩ লাখ ৯৮ হাজার টাকাসহ সর্বমোট ২২ লাখ ৬৮ হাজার টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে রাজধানীর বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কে সিআইডি ঢাকা মেট্রোর  অ্যাডিশনাল আইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার জানান, যে চক্রটি ধরা পড়েছে তারা ২০১৮ সাল থেকে বিভিন্ন সময় এ ধরনের ঘটনা ঘটিয়ে আসছিল। তারা খুবই চালাক এবং ধূর্ত প্রকৃতির। ধারণা করছি যে সংঘবদ্ধ হয়ে দুজন-তিনজন মিলে এসব করছে। এমন হতে পারে দেশে তারা নিজেদের নেটওয়ার্ক তৈরি করেছে। এদের সঙ্গে দেশের যারা জড়িত আছে, তাদের ধরার জন্য চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, এই চক্র দীর্ঘদিন ধরে সহজ-সরল এবং একটু পড়াশোনা জানে, ফেসবুক ব্যবহারকারী সহজ-সরল কিন্তু একটু লোভী এ ধরনের মানুষকে টার্গেট করে। আর্থিক সমস্যার কারণে অনেক সময় অনেকেই লোভে পড়ে যায়। ফেসবুকে প্রথমে বিপরীত লিঙ্গ দিয়ে বন্ধুত্ব পাতায়। পরে বিভিন্নভাবে বিদেশ থেকে গিফট পাঠানোর কথা বলে। এভাবে কিছুদিন চালিয়ে পরবর্তী সময়ে মামলার ভয় দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয়।

Tag :
Popular Post

গরমে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

সুন্দরী তরুণীর আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট, অতঃপর

Update Time : ০৫:৪৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০

বনলতা নিউজ ডেস্ক.

ফেসবুকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে ধরা খেলেন প্রতারক চক্রের তিন বিদেশি নাগরিক। বুধবার রাতে সিআইডির একটি টিম রাজধানীর এয়ারপোর্ট ও ভাটারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি ওই নাগরিকদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্যরা হলেন- ক্যামেরুনের নাগরিক সোলেমান এনজুগাং টেগোমো বার্টেইন (৪৭), এনজুনাং টউসার্জ ক্রিশ্চিয়ান (৩৮), কেনিয়ার নাগরিক ওয়াই কোঙ্গো আর্নাস্ট ইব্রাহিম (৪২)।

সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা বাংলাদেশে অবস্থান করে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লোকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তী সময়ে তাঁরা ওই ব্যক্তিদের টার্গেট করে বিভিন্ন গিফট দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিত। জেনিটারি নামের মহিলার ফেসবুক আইডি ব্যবহার করে ভুক্তভোগী বরিশালের আরিফুল ইসলামের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। জেনিটারি নিজেকে একজন আমেরিকান হিসেবে তাঁকে পরিচয় দেয় আরিফুলের জন্য ডিপ্লোমেটিক কুরিয়ার এজেন্টের মাধ্যমে উপহার পাঠাবে বলে জানায়। পরে বিভিন্ন উপহারসামগ্রী পাঠানোর কথা বলে এ চক্রটি বিভিন্ন সময়ে নগদ আট লাখ ৭০ হাজার টাকা এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ১৩ লাখ ৯৮ হাজার টাকাসহ সর্বমোট ২২ লাখ ৬৮ হাজার টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে রাজধানীর বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কে সিআইডি ঢাকা মেট্রোর  অ্যাডিশনাল আইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার জানান, যে চক্রটি ধরা পড়েছে তারা ২০১৮ সাল থেকে বিভিন্ন সময় এ ধরনের ঘটনা ঘটিয়ে আসছিল। তারা খুবই চালাক এবং ধূর্ত প্রকৃতির। ধারণা করছি যে সংঘবদ্ধ হয়ে দুজন-তিনজন মিলে এসব করছে। এমন হতে পারে দেশে তারা নিজেদের নেটওয়ার্ক তৈরি করেছে। এদের সঙ্গে দেশের যারা জড়িত আছে, তাদের ধরার জন্য চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, এই চক্র দীর্ঘদিন ধরে সহজ-সরল এবং একটু পড়াশোনা জানে, ফেসবুক ব্যবহারকারী সহজ-সরল কিন্তু একটু লোভী এ ধরনের মানুষকে টার্গেট করে। আর্থিক সমস্যার কারণে অনেক সময় অনেকেই লোভে পড়ে যায়। ফেসবুকে প্রথমে বিপরীত লিঙ্গ দিয়ে বন্ধুত্ব পাতায়। পরে বিভিন্নভাবে বিদেশ থেকে গিফট পাঠানোর কথা বলে। এভাবে কিছুদিন চালিয়ে পরবর্তী সময়ে মামলার ভয় দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয়।