নিজস্ব প্রতিবেদক রাজশাহী.
রাজশাহীর নতুন জেলা প্রশাসক হিসেবে আব্দুল জলিল আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। আজ রোববার তিনি নিজ কার্যালয়ে যোগদান করেন। এ সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ ছাড়াও তিনি রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাত করেন। রাজশাহীর নতু ডিসি আব্দুল জলিল বলেন, তিনি রাজশাহীর নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন। ভালোভাবে কাজ করে মানুষের পাশে থাকতে পারেন এ জন্য রাজশাহীবাসীর নিকট দোয়া কামনা করেছেন তিনি।
উল্লেখ্য, এর আগে এক প্রজ্ঞাপনে রাজশাহীর নয়া ডিসি হিসেবে আব্দুল জলিলকে নিয়োগ দেয়া হয়। আর রাজশাহীর ডিসি হামিদুল হককে বদলি করা হয়। তিনি উপ-সচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পান। রোববার তিনিও রাজশাহী থেকে বদলি হয়ে চলে গেছেন। বিশেষ করে করোনার সময় রাজশাহীর সাবেক ডিসি মানুষের পাশে থেকে জনপ্রিয়তা অর্জন করেন। মানুষ তাকে মানবিক ডিসি হিসেবেও আখ্যায়িত করেন।