নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে চেক বিতরণ করেন, নাটোর-২ সদর(নাটোর-নলডাঙ্গা) আসনের মাননীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল। নলডাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দীলিপ কুমার দাস, উপ-দপ্তর সম্পাদক আকরাম হোসেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, নলডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-১ (ভারপ্রাপ্ত মেয়র) সাহেব আলী, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আনসারী প্রমুখ।
এসময় এমপি শিমুল বলেন, সম্প্রতিকালে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নন-এমপিওভুক্ত শিক্ষকদের প্রণোদনা দিয়ে তাদের দুঃখের সাথী হয়েছেন। আগামীতে যোগ্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে বলে আশ্বাস দেন তিনি। পরে উপজেলার ১৪২ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে ৬ লক্ষ ৮০ হাজার টাকার প্রণোদনার চেক বিতরণ করেন।
এছাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে গাছের চারা, গরীব নারীদের মাঝে সেলাই মেশিন, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।