শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কষ্টের একখন্ড অনাবাদী জমি “

  • Reporter Name
  • Update Time : ০৮:০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
  • ১৪৭ Time View

“কষ্টের একখন্ড অনাবাদী জমি ”
কবি- জান্নাতুল ফেরদৌস ফেন্সী
ঢাকা এয়ারপোর্টে থেকে.
কি এমন লাভ হয় কষ্টের অনাবাদী জমিটাকে নিংড়িয়ে!!
কিইবা এমন সুখ পাও দুঃখের জমিটাতে লাঙল দিয়ে কর্ষণ করে!!
কতইবা আর সুখি হলে বিরহের দহনে পোড়ানো ছাইটাকে নেড়ে নেড়ে আগুন বের করে!!

একটা অনাবাদি কষ্টের জমি,
সেখানে বড়জোর সাপ কেঁচো বা শামুকের চাষ হবে!!
নেউল কিংবা পাখির খাবার জুটলেও
তোমার মনের খরা মিটবেনা!!
আগাছা, পরগাছার জংলা হবে!!
দামে কেনা সার, ঝরানো ঘামের দেনাও মিটবেনা!!

তার চেয়ে বরং আবাদীন্তর সুখের জমিটাতে গোলাপের চাষ করা ঢের ভালো নয় কি??
গোলাপ যদি ছোট কিংবা বেজাতেরও হয় প্রস্ফুটিত হলে মিষ্টি সুগন্ধ
দিবে তাতে তোমার মনের খোরাক জুটবে!!
সুখের নিংড়ানো জমিটা নিংড়িয়ে সোনা বের করতে না পারলে রুপাতো
বের হবে!!

ছাই চাপা আগুনটা না হয় চাপাই থাকুক, কি লাভ বলো তাকে নেড়েচেড়ে আগুন বের করে!!
শোকের নদীতে চর জাগলেও সেখানে বাস করা মোটেই সমীচীন হবেনা,
হঠাৎ কোন মাতাল ঝড়ের কবলে পড়ে সাগরের বুকে গিয়ে বিলীন হবে!!

মন যদি দুঃখের দহনে পুড়ে ক্ষত হয় তাকে আরো খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করে কি লাভ বলো,
উপসম তো সেটাই যদি উপকারী মলম লাগানো যায়!!

Tag :

কষ্টের একখন্ড অনাবাদী জমি “

Update Time : ০৮:০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১

“কষ্টের একখন্ড অনাবাদী জমি ”
কবি- জান্নাতুল ফেরদৌস ফেন্সী
ঢাকা এয়ারপোর্টে থেকে.
কি এমন লাভ হয় কষ্টের অনাবাদী জমিটাকে নিংড়িয়ে!!
কিইবা এমন সুখ পাও দুঃখের জমিটাতে লাঙল দিয়ে কর্ষণ করে!!
কতইবা আর সুখি হলে বিরহের দহনে পোড়ানো ছাইটাকে নেড়ে নেড়ে আগুন বের করে!!

একটা অনাবাদি কষ্টের জমি,
সেখানে বড়জোর সাপ কেঁচো বা শামুকের চাষ হবে!!
নেউল কিংবা পাখির খাবার জুটলেও
তোমার মনের খরা মিটবেনা!!
আগাছা, পরগাছার জংলা হবে!!
দামে কেনা সার, ঝরানো ঘামের দেনাও মিটবেনা!!

তার চেয়ে বরং আবাদীন্তর সুখের জমিটাতে গোলাপের চাষ করা ঢের ভালো নয় কি??
গোলাপ যদি ছোট কিংবা বেজাতেরও হয় প্রস্ফুটিত হলে মিষ্টি সুগন্ধ
দিবে তাতে তোমার মনের খোরাক জুটবে!!
সুখের নিংড়ানো জমিটা নিংড়িয়ে সোনা বের করতে না পারলে রুপাতো
বের হবে!!

ছাই চাপা আগুনটা না হয় চাপাই থাকুক, কি লাভ বলো তাকে নেড়েচেড়ে আগুন বের করে!!
শোকের নদীতে চর জাগলেও সেখানে বাস করা মোটেই সমীচীন হবেনা,
হঠাৎ কোন মাতাল ঝড়ের কবলে পড়ে সাগরের বুকে গিয়ে বিলীন হবে!!

মন যদি দুঃখের দহনে পুড়ে ক্ষত হয় তাকে আরো খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করে কি লাভ বলো,
উপসম তো সেটাই যদি উপকারী মলম লাগানো যায়!!