শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরের যমজ দুই ভাইয়ের সঙ্গে বরিশালের যমজ দুই বোনের বিবাহ সম্পন্ন হয়েছে।

  • Reporter Name
  • Update Time : ১১:০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৫ Time View
বনলতা ডেস্ক.
পিরোজপুরের যমজ দুই ভাইয়ের সাথে বরিশালের যমজ দুই বোনের বিবাহ সম্পন্ন হয়েছে। ১ ফেব্রয়ারী সোমবার রাত ১১টায় নগরীর নাজির মহল্লা এলাকায় এই বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাত ৯টায় বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় রাত ১১টায়। অনুষ্ঠানে ভিড় জমায় বরিশালের বিভিন্ন এলাকার মানুষ।
জানা গেছে, পিরোজপুরের স্বরূপকাঠি থানা এলাকার ইন্দেরহাটের স্বর্ণের পৃথক দোকানী এবং স্বর্ণকার ও স্বর্গীয় নিখিল লাল কর্মকারের ছেলে সজল কর্মকার এবং কাজল কর্মকার। এরা দু’জনই যমজ। এদের মধ্যে সজল বড় ও কাজল ছোট।
অপরদিকে, বরিশাল সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ও নগরীর নাজির মহল্লা এলাকার বাসিন্দা স্বপন কর্মকারের দুই মেয়ে সোনালী কর্মকার সোনা ও রূপালী কর্মকার রূপা। এরা দু’জনই যমজ। এর মধ্যে আবার সোনালী বড় রূপালী ছোট।
কিছু দিন আগে সম্বন্ধ দেখাদেখির মাধ্যমে পাকাপাকি হয় সোনা-রূপা আর সজল-কাজলের বিয়ে। আর সোমবার রাতে ছিল বিয়ের দিনক্ষণ। যা সুষ্ঠু ভাবে এবং নানা আনুষ্ঠানিকতার মাধ্যমেই শেষ হয়েছে।
যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে এমন খবর শুনে নগরীর ভাটিখানা থেকে বিয়ে অনুষ্ঠান দেখতে যাওয়া রতন ঢালী জানান, দাওয়াত নেই তবুও উৎসুক হয়ে এসেছি বিয়েটি দেখতে। ভালোই লাগছে। আলাদা ভাবে দুই বোন এবং দুই ভাইয়ের বিয়ে হচ্ছে তাও একই অনুষ্ঠানের মাধ্যমে।
রাজীব কর্মকার নামে মেয়ে পক্ষের এক স্বজন জানান, যমজের সঙ্গে যমজের বিয়ে বিষয়টা খুবই আনকমন। তাই এই আনকমন বিয়েতে অংশগ্রহণ করতে আত্মীয় হিসেবে আমিও ছুটে এসেছি।

Tag :

পিরোজপুরের যমজ দুই ভাইয়ের সঙ্গে বরিশালের যমজ দুই বোনের বিবাহ সম্পন্ন হয়েছে।

Update Time : ১১:০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
বনলতা ডেস্ক.
পিরোজপুরের যমজ দুই ভাইয়ের সাথে বরিশালের যমজ দুই বোনের বিবাহ সম্পন্ন হয়েছে। ১ ফেব্রয়ারী সোমবার রাত ১১টায় নগরীর নাজির মহল্লা এলাকায় এই বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাত ৯টায় বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় রাত ১১টায়। অনুষ্ঠানে ভিড় জমায় বরিশালের বিভিন্ন এলাকার মানুষ।
জানা গেছে, পিরোজপুরের স্বরূপকাঠি থানা এলাকার ইন্দেরহাটের স্বর্ণের পৃথক দোকানী এবং স্বর্ণকার ও স্বর্গীয় নিখিল লাল কর্মকারের ছেলে সজল কর্মকার এবং কাজল কর্মকার। এরা দু’জনই যমজ। এদের মধ্যে সজল বড় ও কাজল ছোট।
অপরদিকে, বরিশাল সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ও নগরীর নাজির মহল্লা এলাকার বাসিন্দা স্বপন কর্মকারের দুই মেয়ে সোনালী কর্মকার সোনা ও রূপালী কর্মকার রূপা। এরা দু’জনই যমজ। এর মধ্যে আবার সোনালী বড় রূপালী ছোট।
কিছু দিন আগে সম্বন্ধ দেখাদেখির মাধ্যমে পাকাপাকি হয় সোনা-রূপা আর সজল-কাজলের বিয়ে। আর সোমবার রাতে ছিল বিয়ের দিনক্ষণ। যা সুষ্ঠু ভাবে এবং নানা আনুষ্ঠানিকতার মাধ্যমেই শেষ হয়েছে।
যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে এমন খবর শুনে নগরীর ভাটিখানা থেকে বিয়ে অনুষ্ঠান দেখতে যাওয়া রতন ঢালী জানান, দাওয়াত নেই তবুও উৎসুক হয়ে এসেছি বিয়েটি দেখতে। ভালোই লাগছে। আলাদা ভাবে দুই বোন এবং দুই ভাইয়ের বিয়ে হচ্ছে তাও একই অনুষ্ঠানের মাধ্যমে।
রাজীব কর্মকার নামে মেয়ে পক্ষের এক স্বজন জানান, যমজের সঙ্গে যমজের বিয়ে বিষয়টা খুবই আনকমন। তাই এই আনকমন বিয়েতে অংশগ্রহণ করতে আত্মীয় হিসেবে আমিও ছুটে এসেছি।