গুরুদাসপুরে ভূমি সেবা সপ্তাহ ক্যাম্প উদ্বোধন

গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে মুজিব শত বর্ষ উপলক্ষে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী ভুমি সেবা ক্যাম্প। গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ভুমি অফিসের বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ওই সেবা সপ্তাহের শুরু হয়েছে।
এ উপলক্ষে ভুমি সক্রান্ত বিয়য়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু রাসেল,সাব রেজিষ্টার মোছাঃ শামীমা পারভীন প্রমুখ্য।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া উপজেলা ও ইউনিয়ন ওই কর্মসূচি ৭দিন ব্যাপী চলবে । ভূমি অধিকার সচেতনতা ও ই-নামজারি বিষয়ে নানা প্রচারনা চলবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু রাসেল।