শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বড়াইগ্রাম পৌরসভায় মশক নিধন কর্মসূচি শুরু

  • Reporter Name
  • Update Time : ০২:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • ১৭৬ Time View

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় মশক নিধন কর্মসূচি শুরু করা হয়েছে। সোমবার বিকালে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নবনির্বাচিত মেয়র জেলা আওয়ামীলীগের সদস্য মাজেদুল বারী নয়ন মশক নিধন ওষুধ স্প্রে করার মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে মেডিকেল অফিসার ডা. ইসরাত ফারজানা, ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, আব্দুল আজিজ জোয়াদ্দার, দিল মোহাম্মদ, আব্দুস সামাদ, জাহিদুল ইসলাম, ওয়াজেদ আলী প্রধান ও রাণী বেগম এবং উপ-সহকারী মেডিকেল অফিসার মোঃ শাহাউদ্দিন উপস্থিত ছিলেন।
এ সময় পৌর মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, মশার অত্যাচার থেকে পৌরবাসীকে রক্ষা করতে আজ থেকে আমরা মশক নিধন অভিযান শুরু করেছি। অল্প সময়ের মধ্যেই পৌরসভার নয়টি ওয়ার্ড এলাকায়ই এ ওষুধ স্প্রে সম্পন্ন করা হবে। পৌরসভার অভিযানের পাশাপাশি নিজ নিজ বাড়ি সংলগ্ন ঝোপঝাড় কেটে ফেলাসহ চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশক নিধনে পৌরবাসীকেও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Tag :

বড়াইগ্রাম পৌরসভায় মশক নিধন কর্মসূচি শুরু

Update Time : ০২:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় মশক নিধন কর্মসূচি শুরু করা হয়েছে। সোমবার বিকালে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নবনির্বাচিত মেয়র জেলা আওয়ামীলীগের সদস্য মাজেদুল বারী নয়ন মশক নিধন ওষুধ স্প্রে করার মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে মেডিকেল অফিসার ডা. ইসরাত ফারজানা, ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, আব্দুল আজিজ জোয়াদ্দার, দিল মোহাম্মদ, আব্দুস সামাদ, জাহিদুল ইসলাম, ওয়াজেদ আলী প্রধান ও রাণী বেগম এবং উপ-সহকারী মেডিকেল অফিসার মোঃ শাহাউদ্দিন উপস্থিত ছিলেন।
এ সময় পৌর মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, মশার অত্যাচার থেকে পৌরবাসীকে রক্ষা করতে আজ থেকে আমরা মশক নিধন অভিযান শুরু করেছি। অল্প সময়ের মধ্যেই পৌরসভার নয়টি ওয়ার্ড এলাকায়ই এ ওষুধ স্প্রে সম্পন্ন করা হবে। পৌরসভার অভিযানের পাশাপাশি নিজ নিজ বাড়ি সংলগ্ন ঝোপঝাড় কেটে ফেলাসহ চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশক নিধনে পৌরবাসীকেও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।