গুরুদাসপুরে মাস্ক না পরায় জরিমানা!

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
লকডাউন ঘোষনার পরও মাস্ক না পরায় চৌধুরী ট্রেডাস নামের একটি চাউলের গদিঘর ও আশা মসলা ঘরে জরিমনা করা হয়েছে। সোমাবার বেলা ১১টার দিকে গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে অভিযান চালিয়ে ওই জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসনে, ওসি মো. আব্দুর রাজ্জাক করোনা সচেতনা বৃদ্ধিতে প্রচারাভিযান চালিয়েছেন। তাঁরা লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ করেছেন।