শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রফেসর আফজাল হোসেন আর ছাত্রী মৌ

  • Reporter Name
  • Update Time : ১২:১১:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • ১২৭ Time View

বনলতা বিনোদন ডেস্ক.

প্রায় দুই যুগের বিরতি ভেঙে আবারও একসঙ্গে কাজ করলেন বরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন ও অভিনেত্রী-নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। অভিনয় করলেন ‘দেয়ালের অন্তরালে’ শিরোনামের একটি নাটকে। আর ক্যামেরার পেছনে থাকছেন আনোয়ার হোসেন বুলু। এটি রচনা ও পরিচালনা করেছেন সৈয়দ সালাউদ্দিন জাকী।

আফজাল হোসেন বলেন, ‘একসময় আমরা ছিলাম হরিহর আত্মা। বাংলাদেশের বিজ্ঞাপনচিত্র যে টেলিভিশন পর্দা, দর্শকের মন মানসিকতায় বিরাট পরিবর্তন এনে দিতে পেরেছিল, তাতে বিশেষ ভূমিকা ছিল এই আনোয়ার হোসেন বুলুর। বুলু ও আমার মাঝখানে মৌ। বিজ্ঞাপনচিত্রে মেয়েদের মনে মডেল হওয়ার আকাঙ্খা তৈরি হওয়ার জন্য এবং মডেলিং পেশা যে মর্যাদা ও গৌরবের হয়ে উঠলো- তার প্রধান কৃতিত্ব এই সাদিয়া ইসলাম মৌয়ের। আমরা বহুকাল পরে তিনজন একসঙ্গে হয়েছিলাম।’

সৈয়দ সালাউদ্দিন জাকী বলেন, ‘এটি প্রেমের গল্প নয়। আড়ালে-আবডালের গল্প। আশা করছি, দর্শকদের নাটকটি ভালো লাগবে।’

তিনি জানান, গত সোমবার রাজধানীর ধানমন্ডিতে এর শুটিং শেষ হয়েছে। নাটকে প্রফেসরের ভূমিকায় অভিনয় করেছেন আফজাল হোসেন আর শিক্ষার্থীর চরিত্রে দেখা যাবে মৌকে। আফজাল-মৌ ছাড়াও এতে অভিনয় করেছেন ফাখরুল বাসার মাসুম, মিলি বাসার, তুষার খান, শরীফ সিরাজ, মার্লিন, শিশুশিল্পী উষসী। শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।

Tag :

প্রফেসর আফজাল হোসেন আর ছাত্রী মৌ

Update Time : ১২:১১:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১

বনলতা বিনোদন ডেস্ক.

প্রায় দুই যুগের বিরতি ভেঙে আবারও একসঙ্গে কাজ করলেন বরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন ও অভিনেত্রী-নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। অভিনয় করলেন ‘দেয়ালের অন্তরালে’ শিরোনামের একটি নাটকে। আর ক্যামেরার পেছনে থাকছেন আনোয়ার হোসেন বুলু। এটি রচনা ও পরিচালনা করেছেন সৈয়দ সালাউদ্দিন জাকী।

আফজাল হোসেন বলেন, ‘একসময় আমরা ছিলাম হরিহর আত্মা। বাংলাদেশের বিজ্ঞাপনচিত্র যে টেলিভিশন পর্দা, দর্শকের মন মানসিকতায় বিরাট পরিবর্তন এনে দিতে পেরেছিল, তাতে বিশেষ ভূমিকা ছিল এই আনোয়ার হোসেন বুলুর। বুলু ও আমার মাঝখানে মৌ। বিজ্ঞাপনচিত্রে মেয়েদের মনে মডেল হওয়ার আকাঙ্খা তৈরি হওয়ার জন্য এবং মডেলিং পেশা যে মর্যাদা ও গৌরবের হয়ে উঠলো- তার প্রধান কৃতিত্ব এই সাদিয়া ইসলাম মৌয়ের। আমরা বহুকাল পরে তিনজন একসঙ্গে হয়েছিলাম।’

সৈয়দ সালাউদ্দিন জাকী বলেন, ‘এটি প্রেমের গল্প নয়। আড়ালে-আবডালের গল্প। আশা করছি, দর্শকদের নাটকটি ভালো লাগবে।’

তিনি জানান, গত সোমবার রাজধানীর ধানমন্ডিতে এর শুটিং শেষ হয়েছে। নাটকে প্রফেসরের ভূমিকায় অভিনয় করেছেন আফজাল হোসেন আর শিক্ষার্থীর চরিত্রে দেখা যাবে মৌকে। আফজাল-মৌ ছাড়াও এতে অভিনয় করেছেন ফাখরুল বাসার মাসুম, মিলি বাসার, তুষার খান, শরীফ সিরাজ, মার্লিন, শিশুশিল্পী উষসী। শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।