বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে ১৭ কোটি মানুষ

  • Reporter Name
  • Update Time : ০১:১৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • ৭৬ Time View

বনলতা ডেস্ক.

ডিজিটাল বাংলাদেশের সুফল আজকে ১৭ কোটি মানুষ পাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘করোনাকালে ই-ফাইলের মাধ্যমে গত ১৫ মাসে প্রায় ৩৮ লাখ ফাইল নিষ্পন্ন হয়েছে। ফলে লাল ফিতার দৌরাত্ম্য কমেছে। প্রশাসনিক কাজের স্বচ্ছতা, দ্রুততা ও জবাবদিহি নিশ্চিত হয়েছে।’

সোমবার (২১ জুন) নাটোর জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক’র অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, নাটোর সদর উপজেলার চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ ইনক এর সাবেক প্রধান উপদেষ্টা নাসির আলী খান পল ও সভাপতি ডা. আব্দুল লতিফ এবং বাংলাদেশ সোসাইটি ইনক-এর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার।

বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম ই-কমার্স অনেক শক্তিশালী হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশের মানুষ অনলাইনে শপিং করতে পারছে। শহর থেকে গ্রাম পর্যন্ত যেকোনও পণ্য, সেবা ঘরে বসেই নাগরিকদের দেওয়া সম্ভব হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘গত ১৫ মাসে বিচারিক মামলা ভার্চুয়াল কোর্টে সম্পাদন হয়েছে।’

Tag :

ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে ১৭ কোটি মানুষ

Update Time : ০১:১৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১

বনলতা ডেস্ক.

ডিজিটাল বাংলাদেশের সুফল আজকে ১৭ কোটি মানুষ পাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘করোনাকালে ই-ফাইলের মাধ্যমে গত ১৫ মাসে প্রায় ৩৮ লাখ ফাইল নিষ্পন্ন হয়েছে। ফলে লাল ফিতার দৌরাত্ম্য কমেছে। প্রশাসনিক কাজের স্বচ্ছতা, দ্রুততা ও জবাবদিহি নিশ্চিত হয়েছে।’

সোমবার (২১ জুন) নাটোর জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক’র অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, নাটোর সদর উপজেলার চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ ইনক এর সাবেক প্রধান উপদেষ্টা নাসির আলী খান পল ও সভাপতি ডা. আব্দুল লতিফ এবং বাংলাদেশ সোসাইটি ইনক-এর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার।

বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম ই-কমার্স অনেক শক্তিশালী হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশের মানুষ অনলাইনে শপিং করতে পারছে। শহর থেকে গ্রাম পর্যন্ত যেকোনও পণ্য, সেবা ঘরে বসেই নাগরিকদের দেওয়া সম্ভব হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘গত ১৫ মাসে বিচারিক মামলা ভার্চুয়াল কোর্টে সম্পাদন হয়েছে।’