বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গুরুদাসপুরে ইয়াবাসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১১:২৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • ২০৫ Time View

মিজানুর রহমান পলাশ.

নাটোরের গুরুদাসপুরে র‌্যাবের অভিযানে হেরোইন এবং ইয়াবাসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

তারই ধারাবাহিকতায় ১৪ জুলাই সকাল সাড়ে ১১ টায় ‌র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান,পিএসসি এর নেতৃতে সদর কোম্পানীর একটি চৌকষ দল নাটোর জেলার গুরুদাসপুর থানার ৬ নং বৃচাপিলা ইউনিয়নের চাপিলা গ্রামের মোঃ তাহের মোল্লা,পিতা মৃত আজিজুল মোল্লার বাড়ির পশ্চিম পার্শ্বে পুকুর পরের বটতলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬৯ (একশত উনসত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ১৩(তের) গ্রাম হেরোইনসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার চাপিলা ইউনিয়নের বৃচাপিলা শাহীবাজার এলাকার মোঃ আব্দুল লতিফের ছেলে মোঃ ইসমাইল হোসাইন (৩৪) একই এলাকার মোঃ দলুর ছেলে হেলাল উদ্দিন(৩৫) আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাটোর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে নাটোর জেলার গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

গুরুদাসপুরে ইয়াবাসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ১১:২৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১

মিজানুর রহমান পলাশ.

নাটোরের গুরুদাসপুরে র‌্যাবের অভিযানে হেরোইন এবং ইয়াবাসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

তারই ধারাবাহিকতায় ১৪ জুলাই সকাল সাড়ে ১১ টায় ‌র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান,পিএসসি এর নেতৃতে সদর কোম্পানীর একটি চৌকষ দল নাটোর জেলার গুরুদাসপুর থানার ৬ নং বৃচাপিলা ইউনিয়নের চাপিলা গ্রামের মোঃ তাহের মোল্লা,পিতা মৃত আজিজুল মোল্লার বাড়ির পশ্চিম পার্শ্বে পুকুর পরের বটতলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬৯ (একশত উনসত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ১৩(তের) গ্রাম হেরোইনসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার চাপিলা ইউনিয়নের বৃচাপিলা শাহীবাজার এলাকার মোঃ আব্দুল লতিফের ছেলে মোঃ ইসমাইল হোসাইন (৩৪) একই এলাকার মোঃ দলুর ছেলে হেলাল উদ্দিন(৩৫) আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাটোর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে নাটোর জেলার গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।