বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কার্লভার্ট বন্ধ করে প্রভাবশালীর মাছ চাষ,পানির নিচে ৩ শতাধিক বিঘা ফসলি জমি প্রতিবাদে মানব বন্ধন

  • Reporter Name
  • Update Time : ১২:৩৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • ৪০ Time View

পঞ্চগড় প্রতিনিধি.
পঞ্চগড়ের বোদা উপজেলায় স্থানীয় এক প্রভাবশালী ব্যাক্তি দুইটি কালভার্টের বিপরীত মুখে খনন করেছেন পুকুর। উচু করে বাধঁ দিয়ে শখের বশে করছেন মাছ চাষও। তাতেই কপাল পুড়েছে উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের বড়–য়া পাড়া, হরিপুর, ও সরকার পাড়া গ্রামের দেড় শতাধিক কৃষকের। পানির নিচে তলিয়ে গেছে ৩২৭ বিঘা ফসলি জমি। ওই কৃষকদের বাসা বাড়িতে সৃষ্টিহয়েছে জলাবদ্ধতা। এরই প্রতিকার চেয়ে জলবদ্ধতা নিরসন করে আমন ক্ষেত রক্ষা, ফসলের ক্ষতিপূরণ সহ জলবদ্ধতা সৃষ্টিকারী স্থানীয় প্রভাবশালী দিলদার হোসেন দিলুর বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ওই তিনটি গ্রামের শত শত কৃষক।

রবিবার দুপুরে উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ভাবরঙ্গি এলাকায় ওই ইউনিয়নের বড়–য়াপাড়া,হরিপুর ও সরকারপাড়া গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় ঝলই শালশিরি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য শংকর পদ দে, কৃষক নেতা বিশ^জিত দে ও পদলোচন দে, তৌহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা জানান, ওই এলাকার প্রভাবশালী দিলদার হোসেন ফসলি জমিতে পুকুর খনন করে,কালর্ভাটের মুখ বন্ধ করে ফসলী মাঠ থেকে বর্ষার পানি বের হওয়ার মুখ বন্ধ করেন। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভাবরঙ্গি ফসলি মাঠের সোয়া তিন শত বিঘা আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। দীর্ঘ দিন পানিতে তলিয়ে থাকা আমন চারা গুলো পচন ধরেছে। দ্রুত পানি নিস্কাশন করা না হলে ভাবরঙ্গি ফসলি মাঠের তিনশত ২৭ বিঘা আমন ক্ষেত সম্পুর্ন বিনষ্ট হবে। কালর্ভাটের মুখ বন্ধ থাকায় ওই এলাকার কয়েকটি গ্রাম কয়েকদিনের মধ্যে প্লাবিত হবে। জলাবদ্ধতায় ক্ষতি গ্রস্থ আমনের ক্ষতিপূরন,জলাবদ্ধতা সৃষ্ঠিকারী প্রভাবশালী দিলদার হোসেনের বিচার ও ভাবরঙ্গি ফসলী মাঠে থেকে জলাবদ্ধতা দূর করে ফসল রক্ষার দাবী জানিয়েছেন।

দেলদার হোসেন দিলু নামের ওই প্রভাবশালী ব্যাক্তি জানান, আমার খনন করা পুকুরের কিছু মাটি পড়ে কার্লভার্টের বিপরীত মুখে পানির যেতে বাধাঁর সৃষ্টি হয়েছে। যখন আমি পুকুর খনন করি তখন তাদের ডেকেছিলাম। কিন্তু তারা আসেনি। এখন তারা নাকি আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে বলে শুনেছি। তবে তারা যদি আসে তাহলে তাদেরকে নিয়ে আমি এ সমস্যার দ্রুত সমাধানে কাজ করবো।

Tag :
About Author Information

Daily Banalata

কার্লভার্ট বন্ধ করে প্রভাবশালীর মাছ চাষ,পানির নিচে ৩ শতাধিক বিঘা ফসলি জমি প্রতিবাদে মানব বন্ধন

Update Time : ১২:৩৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১

পঞ্চগড় প্রতিনিধি.
পঞ্চগড়ের বোদা উপজেলায় স্থানীয় এক প্রভাবশালী ব্যাক্তি দুইটি কালভার্টের বিপরীত মুখে খনন করেছেন পুকুর। উচু করে বাধঁ দিয়ে শখের বশে করছেন মাছ চাষও। তাতেই কপাল পুড়েছে উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের বড়–য়া পাড়া, হরিপুর, ও সরকার পাড়া গ্রামের দেড় শতাধিক কৃষকের। পানির নিচে তলিয়ে গেছে ৩২৭ বিঘা ফসলি জমি। ওই কৃষকদের বাসা বাড়িতে সৃষ্টিহয়েছে জলাবদ্ধতা। এরই প্রতিকার চেয়ে জলবদ্ধতা নিরসন করে আমন ক্ষেত রক্ষা, ফসলের ক্ষতিপূরণ সহ জলবদ্ধতা সৃষ্টিকারী স্থানীয় প্রভাবশালী দিলদার হোসেন দিলুর বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ওই তিনটি গ্রামের শত শত কৃষক।

রবিবার দুপুরে উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ভাবরঙ্গি এলাকায় ওই ইউনিয়নের বড়–য়াপাড়া,হরিপুর ও সরকারপাড়া গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় ঝলই শালশিরি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য শংকর পদ দে, কৃষক নেতা বিশ^জিত দে ও পদলোচন দে, তৌহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা জানান, ওই এলাকার প্রভাবশালী দিলদার হোসেন ফসলি জমিতে পুকুর খনন করে,কালর্ভাটের মুখ বন্ধ করে ফসলী মাঠ থেকে বর্ষার পানি বের হওয়ার মুখ বন্ধ করেন। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভাবরঙ্গি ফসলি মাঠের সোয়া তিন শত বিঘা আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। দীর্ঘ দিন পানিতে তলিয়ে থাকা আমন চারা গুলো পচন ধরেছে। দ্রুত পানি নিস্কাশন করা না হলে ভাবরঙ্গি ফসলি মাঠের তিনশত ২৭ বিঘা আমন ক্ষেত সম্পুর্ন বিনষ্ট হবে। কালর্ভাটের মুখ বন্ধ থাকায় ওই এলাকার কয়েকটি গ্রাম কয়েকদিনের মধ্যে প্লাবিত হবে। জলাবদ্ধতায় ক্ষতি গ্রস্থ আমনের ক্ষতিপূরন,জলাবদ্ধতা সৃষ্ঠিকারী প্রভাবশালী দিলদার হোসেনের বিচার ও ভাবরঙ্গি ফসলী মাঠে থেকে জলাবদ্ধতা দূর করে ফসল রক্ষার দাবী জানিয়েছেন।

দেলদার হোসেন দিলু নামের ওই প্রভাবশালী ব্যাক্তি জানান, আমার খনন করা পুকুরের কিছু মাটি পড়ে কার্লভার্টের বিপরীত মুখে পানির যেতে বাধাঁর সৃষ্টি হয়েছে। যখন আমি পুকুর খনন করি তখন তাদের ডেকেছিলাম। কিন্তু তারা আসেনি। এখন তারা নাকি আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে বলে শুনেছি। তবে তারা যদি আসে তাহলে তাদেরকে নিয়ে আমি এ সমস্যার দ্রুত সমাধানে কাজ করবো।