শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মুফতিয়ে আযম চাটগামী রহঃ এর ইন্তেকালে মাওলানা আনাস মাদানির শোক প্রকাশ

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • ২৯৯ Time View

এশিয়ার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর প্রধান মুফতি, মুফতিয়ে আযম বাংলাদেশ আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী রহঃ এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন মাওলানা আনাস মাদানি ।

আজ (৮ সেপ্টেম্বর) বুধবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় মাওলানা আনাস মাদানি বলেন, আল্লামা আবদুস সালাম সাহেব রহঃ দেশের সর্বজন শ্রদ্ধেয় একজন মুরব্বি ছিলেন। হযরত রহঃ দীর্ঘদিন পাকিস্তানে ইলমে দ্বীনের খেদমতের পর বাংলাদেশের বিভিন্ন মাদরাসায় সফর করেন। সে সুবাদে দারুল উলুম হাটহাজারীতেও হযরত সফর করেন সাথে সাথে জামেয়ার সার্বিক অবস্থা সম্পর্কে মা’লুমাত গ্রহণ করেন। এরপর পাকিস্তান ফিরে যান।

হযরত দীর্ঘদিন পাকিস্তান থাকার পর জীবনের শেষ সময়ে দেশে তথা দারুল উলুম হাটহাজারীতে ইলমে দ্বীনের খেদমতের আরজি পেশ করেন। মাওলানা ইসহাক মেহেরী (শাইখুল ইসলাম রহঃ এর জামাতা) এ খবর আমার আব্বাজান রহঃ এর নিকট জানালে আব্বাজান রহঃ হযরত চাটগামী রহঃ এর ইলমের প্রতি সম্মান জানিয়ে সম্মতি পেশ করেন এবং ২০০৩ সালে জামেয়ার প্রধান মুফতি হিসেবে নিয়োগ দেন।

মাওলানা আনাস মাদানি আরো বলেন, দারুল উলুম হাটহাজারীতে আসার পর আমি প্রায় সময় হযরতের খেদমতে যেতাম। বিভিন্ন বিষয়ের উপর হযরত বেশ কিছু কিতাব তাছনীফ করেছেন যা পাঠক মহলে খুব সাড়া পেয়েছে।

তিনি আমাকে খুব স্নেহ করতেন, প্রায় সময় হযরত আমার জন্য কিতাব হাদিয়া পাঠাতেন বা সরাসরি আমাকে দিতেন। আমার জীবনে আমানতদারীর আদর্শ হিসেবে আব্বাজান রহঃ এর পর হযরতকে দেখতাম। হযরতের সাথে আমার অসংখ্য সৃতি রয়েছে যা কখনো ভুলবার নয়।

তিনি আরো বলেন, আমার বাবা মরহুম শাইখুল ইসলাম রহঃ এর আস্থাবান এবং প্রিয় মানুষ ছিলেন। হযরতের ফতোয়াতে আব্বাজান রহঃ সবসময় সন্তোষ প্রকাশ করতেন।

মাওলানা আনাস মাদানি আরো বলেন, বাংলার আকাশে এই চমকপ্রদ নক্ষত্র এত তাড়াতাড়ি নিবে যাবে কখনো কল্পনা করিনি। এলমে দ্বীনের প্রচার-প্রসারে হযরতের ভূমিকা কওমি অঙ্গনে স্বরণীয় হয়ে থাকবে। তাঁর বর্ণাঢ্য জীবনের প্রতিটি ধাপ আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের এই অন্যতম শীর্ষ আলেমেদ্বীনের ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। সাথে সাথে হযরতের মাগফিরাত কামনা করছি।

দেশব্যাপী মুফতি আব্দুস সালাম চাটগামী রহঃ এর অসংখ্য রুহানি সন্তান, শোকসন্তপ্ত পরিবার,সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, আজ ৮ সেপ্টেম্বর ২০২১ বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে দারুল উলুম হাটহাজারীতে মুফতি আব্দুস সালাম চাটগামী রহঃ ইন্তেকাল করেছেন। আল্লাহ হযরতের কবরকে জান্নাতের উচ্চ মকাম দান করুক।

Tag :
About Author Information

Daily Banalata

মুফতিয়ে আযম চাটগামী রহঃ এর ইন্তেকালে মাওলানা আনাস মাদানির শোক প্রকাশ

Update Time : ০৩:৪৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১

এশিয়ার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর প্রধান মুফতি, মুফতিয়ে আযম বাংলাদেশ আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী রহঃ এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন মাওলানা আনাস মাদানি ।

আজ (৮ সেপ্টেম্বর) বুধবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় মাওলানা আনাস মাদানি বলেন, আল্লামা আবদুস সালাম সাহেব রহঃ দেশের সর্বজন শ্রদ্ধেয় একজন মুরব্বি ছিলেন। হযরত রহঃ দীর্ঘদিন পাকিস্তানে ইলমে দ্বীনের খেদমতের পর বাংলাদেশের বিভিন্ন মাদরাসায় সফর করেন। সে সুবাদে দারুল উলুম হাটহাজারীতেও হযরত সফর করেন সাথে সাথে জামেয়ার সার্বিক অবস্থা সম্পর্কে মা’লুমাত গ্রহণ করেন। এরপর পাকিস্তান ফিরে যান।

হযরত দীর্ঘদিন পাকিস্তান থাকার পর জীবনের শেষ সময়ে দেশে তথা দারুল উলুম হাটহাজারীতে ইলমে দ্বীনের খেদমতের আরজি পেশ করেন। মাওলানা ইসহাক মেহেরী (শাইখুল ইসলাম রহঃ এর জামাতা) এ খবর আমার আব্বাজান রহঃ এর নিকট জানালে আব্বাজান রহঃ হযরত চাটগামী রহঃ এর ইলমের প্রতি সম্মান জানিয়ে সম্মতি পেশ করেন এবং ২০০৩ সালে জামেয়ার প্রধান মুফতি হিসেবে নিয়োগ দেন।

মাওলানা আনাস মাদানি আরো বলেন, দারুল উলুম হাটহাজারীতে আসার পর আমি প্রায় সময় হযরতের খেদমতে যেতাম। বিভিন্ন বিষয়ের উপর হযরত বেশ কিছু কিতাব তাছনীফ করেছেন যা পাঠক মহলে খুব সাড়া পেয়েছে।

তিনি আমাকে খুব স্নেহ করতেন, প্রায় সময় হযরত আমার জন্য কিতাব হাদিয়া পাঠাতেন বা সরাসরি আমাকে দিতেন। আমার জীবনে আমানতদারীর আদর্শ হিসেবে আব্বাজান রহঃ এর পর হযরতকে দেখতাম। হযরতের সাথে আমার অসংখ্য সৃতি রয়েছে যা কখনো ভুলবার নয়।

তিনি আরো বলেন, আমার বাবা মরহুম শাইখুল ইসলাম রহঃ এর আস্থাবান এবং প্রিয় মানুষ ছিলেন। হযরতের ফতোয়াতে আব্বাজান রহঃ সবসময় সন্তোষ প্রকাশ করতেন।

মাওলানা আনাস মাদানি আরো বলেন, বাংলার আকাশে এই চমকপ্রদ নক্ষত্র এত তাড়াতাড়ি নিবে যাবে কখনো কল্পনা করিনি। এলমে দ্বীনের প্রচার-প্রসারে হযরতের ভূমিকা কওমি অঙ্গনে স্বরণীয় হয়ে থাকবে। তাঁর বর্ণাঢ্য জীবনের প্রতিটি ধাপ আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের এই অন্যতম শীর্ষ আলেমেদ্বীনের ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। সাথে সাথে হযরতের মাগফিরাত কামনা করছি।

দেশব্যাপী মুফতি আব্দুস সালাম চাটগামী রহঃ এর অসংখ্য রুহানি সন্তান, শোকসন্তপ্ত পরিবার,সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, আজ ৮ সেপ্টেম্বর ২০২১ বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে দারুল উলুম হাটহাজারীতে মুফতি আব্দুস সালাম চাটগামী রহঃ ইন্তেকাল করেছেন। আল্লাহ হযরতের কবরকে জান্নাতের উচ্চ মকাম দান করুক।