আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, বার্ষিক পরীক্ষার অনিশ্চয়তা, এসব কারণে পাঠ্যসূচি কাটছাঁট করা উচিত কি না। এ নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত এখনো জানা যায়নি। পাঠ্যসূচি কাটছাঁট করার পদক্ষেপ কি ভালো হবে? কিছু বিষয়, যেমন একটি শ্রেণির গণিত, ইংরেজি, বিজ্ঞান ইত্যাদি বিষয়ের পাঠ্যসূচি সংক্ষিপ্ত করে পরবর্তী শ্রেণির পাঠ্যসূচিতে অগ্রসর হওয়া শিক্ষার্থীদের পক্ষে কঠিন হবে।