বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গুগলে রেকর্ড হচ্ছে আপনার সব কথা, আটকাবেন যেভাবে

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
  • ৬২ Time View

বনলতা ডেস্ক.
মার্কিন টেক জায়ান্ট গুগল আপনার ফোনে সব সময় গোপনে আপনার সমস্ত কথোপোকথন রেকর্ড করে যাচ্ছে। আপনি কী বলছেন, কাকে বলছেন, কী সংক্রান্ত বিষয়ে কথা বলছেন- সব তথ্য পৌঁছে যাচ্ছে এই গুগলের সার্ভারে।
গুগলে রেকর্ড হচ্ছে আপনার সব কথা, আটকাবেন যেভাবে

তথ্য-প্রযুক্তির এই যুগে প্রায় সব ইলেকট্রনিক ডিভাইসেই একটি মাইক্রোফোন থাকে। ডেটা ট্র্যাকিংয়ের এই যুগে গ্রাহকের মনোভার বুঝতে সেই মাইক্রোফোন ব্যবহার করে অডিও রেকর্ড করতে থাকে বহু ডিভাইস। আর সেখান থেকেই সাধারণত আপনার সমস্ত অডিও ট্র্যাক করে থাকে গুগল। কীভাবে গুগলকে আপনার অডিও ট্র্যাক করা থেকে আটকাবেন, জেনে নিন সে বিষয়ে:

* আপনার ফোনে গুগল ঠিক কী রেকর্ড করে তা সর্ব প্রথম বুঝতে হবে। গুগল আপনার সব কথা শুনলেও তা রেকর্ড করে না। ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য ব্যবহার হয় ‘Ok Google’ হটওয়ার্ড। এই শব্দ দুটি বললেই যে কোন সময় ‘Google Assistant’ অ্যাক্টিভ হয়। আর এই কারণেই সব সময় আপনার কথা শুনতে থাকে গুগল। যদিও তা সার্ভারে সেভ হয় না।
* তবে, ‘Ok Google’ কমান্ড অফ থাকলেও সার্চ বারে মাইক্রোফোন বাটন ট্যাপ করে আপনি অ্যান্ড্রয়েড ফোনে ভয়েস কমান্ড ব্যবহার করতে পারবেন। এছাড়াও হোম বাটন প্রেস করে হোল্ড করে ‘Google Assistant’ ব্যবহার করা যাবে। ‘Ok Google’ বলার পরে যে কমান্ড দেবেন, শুধুমাত্র সেই কমান্ডগুলি রেকর্ড করে গুগল।

Tag :

গুগলে রেকর্ড হচ্ছে আপনার সব কথা, আটকাবেন যেভাবে

Update Time : ০৮:৫৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১

বনলতা ডেস্ক.
মার্কিন টেক জায়ান্ট গুগল আপনার ফোনে সব সময় গোপনে আপনার সমস্ত কথোপোকথন রেকর্ড করে যাচ্ছে। আপনি কী বলছেন, কাকে বলছেন, কী সংক্রান্ত বিষয়ে কথা বলছেন- সব তথ্য পৌঁছে যাচ্ছে এই গুগলের সার্ভারে।
গুগলে রেকর্ড হচ্ছে আপনার সব কথা, আটকাবেন যেভাবে

তথ্য-প্রযুক্তির এই যুগে প্রায় সব ইলেকট্রনিক ডিভাইসেই একটি মাইক্রোফোন থাকে। ডেটা ট্র্যাকিংয়ের এই যুগে গ্রাহকের মনোভার বুঝতে সেই মাইক্রোফোন ব্যবহার করে অডিও রেকর্ড করতে থাকে বহু ডিভাইস। আর সেখান থেকেই সাধারণত আপনার সমস্ত অডিও ট্র্যাক করে থাকে গুগল। কীভাবে গুগলকে আপনার অডিও ট্র্যাক করা থেকে আটকাবেন, জেনে নিন সে বিষয়ে:

* আপনার ফোনে গুগল ঠিক কী রেকর্ড করে তা সর্ব প্রথম বুঝতে হবে। গুগল আপনার সব কথা শুনলেও তা রেকর্ড করে না। ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য ব্যবহার হয় ‘Ok Google’ হটওয়ার্ড। এই শব্দ দুটি বললেই যে কোন সময় ‘Google Assistant’ অ্যাক্টিভ হয়। আর এই কারণেই সব সময় আপনার কথা শুনতে থাকে গুগল। যদিও তা সার্ভারে সেভ হয় না।
* তবে, ‘Ok Google’ কমান্ড অফ থাকলেও সার্চ বারে মাইক্রোফোন বাটন ট্যাপ করে আপনি অ্যান্ড্রয়েড ফোনে ভয়েস কমান্ড ব্যবহার করতে পারবেন। এছাড়াও হোম বাটন প্রেস করে হোল্ড করে ‘Google Assistant’ ব্যবহার করা যাবে। ‘Ok Google’ বলার পরে যে কমান্ড দেবেন, শুধুমাত্র সেই কমান্ডগুলি রেকর্ড করে গুগল।