মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
  • ২৮ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের প্রাক্তন সংসদ সদস্য মো. জিয়াউর রহমান। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য মাে. আব্দুল ওদুদ বিশ্বাস।

পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরীফুল আলমের সভাপতিত্বে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্যে রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী মাে. ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দ্বারা বাংলাদেশের উন্নয়ন বিএনপি সহ্য করতে পারছে না। আর তাই তারা দেশে-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা যখন দেশের জন্য সুনাম কুড়িয়েছেন তখন বিএনপি দেশের দুর্নাম করছে। তারা বিশ্বের কাছে দেশকে ছোট করে বিদেশীদের কাছে কথায় কথায় নালিশ করে। তারা আন্দোলনের ডাক দেয় কিন্তু দেশের মানুষ তাতে সাড়া দেয় না। আর তাই আজ দেশের মানুষ ভালো থাকলেও বিএনপি মোটেও ভালো নেই।

সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক হাফিজুল ইসলাম দিলীপের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হােসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহান, অধ্যক্ষ মেরিনা জামান ও মো. আব্দুল আওয়াল শামীম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জে-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সহ-সভাপতি  ডা. গোলাম রাব্বানী, নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলামসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সম্মেলন শেষে পৌর আওয়ামী লীগের কাউন্সিলরদের মতামত ও ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত সন্ধ্যা সাতটার মধ্যে ফলাফল ঘোষণা করা হয়নি।

Tag :

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

Update Time : ০৬:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের প্রাক্তন সংসদ সদস্য মো. জিয়াউর রহমান। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য মাে. আব্দুল ওদুদ বিশ্বাস।

পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরীফুল আলমের সভাপতিত্বে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্যে রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী মাে. ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দ্বারা বাংলাদেশের উন্নয়ন বিএনপি সহ্য করতে পারছে না। আর তাই তারা দেশে-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা যখন দেশের জন্য সুনাম কুড়িয়েছেন তখন বিএনপি দেশের দুর্নাম করছে। তারা বিশ্বের কাছে দেশকে ছোট করে বিদেশীদের কাছে কথায় কথায় নালিশ করে। তারা আন্দোলনের ডাক দেয় কিন্তু দেশের মানুষ তাতে সাড়া দেয় না। আর তাই আজ দেশের মানুষ ভালো থাকলেও বিএনপি মোটেও ভালো নেই।

সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক হাফিজুল ইসলাম দিলীপের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হােসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহান, অধ্যক্ষ মেরিনা জামান ও মো. আব্দুল আওয়াল শামীম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জে-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সহ-সভাপতি  ডা. গোলাম রাব্বানী, নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলামসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সম্মেলন শেষে পৌর আওয়ামী লীগের কাউন্সিলরদের মতামত ও ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত সন্ধ্যা সাতটার মধ্যে ফলাফল ঘোষণা করা হয়নি।