শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশে বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৫:৪২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ৫৭ Time View

স্বপন কুমার দে , হাতীবান্ধা,

লালমনিরহাট প্রতিনিধি:৷ বাংলাদেশে বেড়াতে এসে হাতীবান্ধা ফেসবুক বন্ধুর দেখা করে পাটগ্রাম গিয়ে ভারতীয় নাগরিকের মৃত্যু। তার নাম প্রবীর মণ্ডল(৪০)। লালমনিরহাটের পাটগ্রামে এক বাড়িতে অসুস্থ হয়ে সোমবার ৮ নভেম্বর বিকেলে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার ৯ নভেম্বর সকাল ১১টায় ময়নাতদন্তের জন্য পাটগ্রাম থানা পুলিশ লাশ লালমনিরহাট মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ হিমঘরে রাখা হবে। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক নিশ্চিত করেছেন।

পুলিশ সুত্রে জানায়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বরানগর এলাকার প্রবীর মণ্ডলের সঙ্গে ভারতীয় পাসপোর্ট রয়েছে। পাসপোর্টের ভিসার মেয়াদ প্রায় দুই বছর আগেই শেষ হয়ে গেছে। তিনি এতদিন বাংলাদেশের ঢাকায় অবৈধভাবে অবস্থান করছিলেন। গত রোববার (৭ নভেম্বর) ঢাকার বাদামতলী কোতোয়ালী এলাকার প্রবীর মণ্ডল নৈশকোচে মিরপুর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দিকে আসেন। সোমবার (৮ নভেম্বর) সকালে তিনি ওই উপজেলায় পৌঁছান। এরপর ফেসবুকে পরিচয় হওয়া হাতীবান্ধা উপজেলার নওদাবাস গ্রামের প্রিয়নাথ বর্মণের ছেলে দীপঙ্কর বর্মণ নামের এক ব্যক্তির সঙ্গে দেখা হয়। দীপঙ্করসহ তিনি দুপুরের দিকে পাটগ্রাম উপজেলায় আসেন।

দুপুরে উপজেলার রাবার ড্যাম এলাকায় একটি বাড়িতে খাওয়াদাওয়া শেষে বিশ্রাম ০নিতে থাকেন। বিকেল ০০েতিনটার দিকে প্রবীর মণ্ডল অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে দ্রুত ভ্যানযোগে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকরা প্রবীর মণ্ডলকে মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ‘প্রবীর মণ্ডলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।’

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘কিভাবে মারা গেছে তা ময়নাতদন্ত করলে জানা যাবে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন,ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রবীরের ছোট ভাই সবীর মণ্ডলের সঙ্গে যোগাযোগ করে লাশ নেওয়ার জন্য ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। —স্বপন কুমার দে,,হাতীবান্ধা, লালমনিরহাট, প্রতিনিধি।১০ /১১/২১ মোবা ঃ ০১৭১২৩৬৮৪৯০

Tag :

বাংলাদেশে বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

Update Time : ০৫:৪২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১

স্বপন কুমার দে , হাতীবান্ধা,

লালমনিরহাট প্রতিনিধি:৷ বাংলাদেশে বেড়াতে এসে হাতীবান্ধা ফেসবুক বন্ধুর দেখা করে পাটগ্রাম গিয়ে ভারতীয় নাগরিকের মৃত্যু। তার নাম প্রবীর মণ্ডল(৪০)। লালমনিরহাটের পাটগ্রামে এক বাড়িতে অসুস্থ হয়ে সোমবার ৮ নভেম্বর বিকেলে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার ৯ নভেম্বর সকাল ১১টায় ময়নাতদন্তের জন্য পাটগ্রাম থানা পুলিশ লাশ লালমনিরহাট মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ হিমঘরে রাখা হবে। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক নিশ্চিত করেছেন।

পুলিশ সুত্রে জানায়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বরানগর এলাকার প্রবীর মণ্ডলের সঙ্গে ভারতীয় পাসপোর্ট রয়েছে। পাসপোর্টের ভিসার মেয়াদ প্রায় দুই বছর আগেই শেষ হয়ে গেছে। তিনি এতদিন বাংলাদেশের ঢাকায় অবৈধভাবে অবস্থান করছিলেন। গত রোববার (৭ নভেম্বর) ঢাকার বাদামতলী কোতোয়ালী এলাকার প্রবীর মণ্ডল নৈশকোচে মিরপুর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দিকে আসেন। সোমবার (৮ নভেম্বর) সকালে তিনি ওই উপজেলায় পৌঁছান। এরপর ফেসবুকে পরিচয় হওয়া হাতীবান্ধা উপজেলার নওদাবাস গ্রামের প্রিয়নাথ বর্মণের ছেলে দীপঙ্কর বর্মণ নামের এক ব্যক্তির সঙ্গে দেখা হয়। দীপঙ্করসহ তিনি দুপুরের দিকে পাটগ্রাম উপজেলায় আসেন।

দুপুরে উপজেলার রাবার ড্যাম এলাকায় একটি বাড়িতে খাওয়াদাওয়া শেষে বিশ্রাম ০নিতে থাকেন। বিকেল ০০েতিনটার দিকে প্রবীর মণ্ডল অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে দ্রুত ভ্যানযোগে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকরা প্রবীর মণ্ডলকে মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ‘প্রবীর মণ্ডলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।’

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘কিভাবে মারা গেছে তা ময়নাতদন্ত করলে জানা যাবে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন,ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রবীরের ছোট ভাই সবীর মণ্ডলের সঙ্গে যোগাযোগ করে লাশ নেওয়ার জন্য ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। —স্বপন কুমার দে,,হাতীবান্ধা, লালমনিরহাট, প্রতিনিধি।১০ /১১/২১ মোবা ঃ ০১৭১২৩৬৮৪৯০