শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

স্ত্রী নিখোঁজ, শ্যালিকার বাড়িতে আগুন দিল দুলাভাই

  • Reporter Name
  • Update Time : ০৩:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • ৬৮ Time View

ভারতের উত্তরপ্রদেশের এক ব্যক্তি স্ত্রীকে খুঁজে না পাওয়ায় সন্দেহের বশেই শ্যালিকার বাড়িতে আগুন লাগিয়ে দিলেন। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। খবর জি নিউজের। প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তের নাম পাপ্পু সিং। দশ বছর আগে বিয়ে করেন তিনি। স্ত্রী কাজল মণ্ডলের বাপের বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কামারপাড়া এলাকায়। বিয়ের পর থেকে পাপ্পু স্ত্রীর উপর রীতিমতো অত্যাচার করতেন বলে অভিযোগ।

অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে, সম্প্রতি শ্বশুরবাড়ি থেকে পালিয়ে বিষ্ণুপুরে চলে আসেন কাজল। শহরের ২ নম্বর ওয়ার্ডের দরবার এলাকায় দিদি পুজার বাড়িতে উঠেছিলেন তিনি। স্ত্রীর খোঁজে বিষ্ণুপুরে চলে আসেন পাপ্পুও। এসেই শ্যালিকার বিরুদ্ধে তার স্ত্রীকে লুকিয়ে রাখার অভিযোগ তোলেন।

সেই অভিযোগ অস্বীকার করেন শ্যালিকা পূজা। এরপরদিন সকালে অন্য বাড়িতে পরিচারিকার কাজ করতে যান পূজা, তখন তার বাড়িতে পাপ্পু আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিস। দ্রুত আগুনও নিভিয়ে ফেলা হয়। কিন্তু ততক্ষণে বাড়িটির আর কিছুই অবশিষ্ট ছিলো না। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিষ্ণুপুরের প্রশাসক ও বিধায়ক।

Tag :
About Author Information

Daily Banalata

স্ত্রী নিখোঁজ, শ্যালিকার বাড়িতে আগুন দিল দুলাভাই

Update Time : ০৩:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

ভারতের উত্তরপ্রদেশের এক ব্যক্তি স্ত্রীকে খুঁজে না পাওয়ায় সন্দেহের বশেই শ্যালিকার বাড়িতে আগুন লাগিয়ে দিলেন। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। খবর জি নিউজের। প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তের নাম পাপ্পু সিং। দশ বছর আগে বিয়ে করেন তিনি। স্ত্রী কাজল মণ্ডলের বাপের বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কামারপাড়া এলাকায়। বিয়ের পর থেকে পাপ্পু স্ত্রীর উপর রীতিমতো অত্যাচার করতেন বলে অভিযোগ।

অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে, সম্প্রতি শ্বশুরবাড়ি থেকে পালিয়ে বিষ্ণুপুরে চলে আসেন কাজল। শহরের ২ নম্বর ওয়ার্ডের দরবার এলাকায় দিদি পুজার বাড়িতে উঠেছিলেন তিনি। স্ত্রীর খোঁজে বিষ্ণুপুরে চলে আসেন পাপ্পুও। এসেই শ্যালিকার বিরুদ্ধে তার স্ত্রীকে লুকিয়ে রাখার অভিযোগ তোলেন।

সেই অভিযোগ অস্বীকার করেন শ্যালিকা পূজা। এরপরদিন সকালে অন্য বাড়িতে পরিচারিকার কাজ করতে যান পূজা, তখন তার বাড়িতে পাপ্পু আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিস। দ্রুত আগুনও নিভিয়ে ফেলা হয়। কিন্তু ততক্ষণে বাড়িটির আর কিছুই অবশিষ্ট ছিলো না। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিষ্ণুপুরের প্রশাসক ও বিধায়ক।