বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পথশিশু ফাতেমার স্বপ্ন

  • Reporter Name
  • Update Time : ০৪:৪০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
  • ৮২ Time View

লেখক সাংবাদিক মোঃ জনি পারভেজ: দিনটা ছিলো ১০ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার নিজের কাজে ঢাকায় আসি। সফর সঙ্গী ছিলেন আমাদের আদরের ভাতিজা রানা, সারারাত গাড়িতে জার্নি করে ঢাকায় বহুল আলোচিত একটি বিল্ডিংয়ের নিচে বসে, বিভিন্ন বিষয়ে কথা ও গল্প গুজব করছিলাম। তখন একটি মেয়ে এসে বলে তোমরা কি করো, পিছুনে ফিরে দেখি একটা বাচ্চা. তখন আমি বললাম ছবি তুলছি, কে তুমি তোমার নাম কি ? সে বলে ফাতেমা, (৫) কিন্তু তাকে দেখে বুঝতে পারছি না সে কি ছেলে না মেয়ে! যখন বললো আমার নাম ফাতেমা। তখন বুঝতে বাকি নেই। তখন আমি বললাম তোমার কিছু লাগবে তুমি কি চাও? ফাতিমা বললো ভাইয়া একটা পরোটা আর ডাল ।  মুচকি হাসি দিয়ে বললো আর একটা মেহেদী কিনে দিবে.? অন্য কিছু ভালো লাগে না আমার, খালি মারে আমাকে সবাই , ঠিক আছে ফাতেমা ওদের আমি মারব । এই বলে আমি তাকে পরোটা আর ডাল কিনে দিলাম। অনেক লোভ দেখাই কিন্তু সে কোনো কিছুতেই আমার কথায় রাজি হয় না, আমি বললাম তুমি আমার সাথে যাবে, তোমাকে একটা ঐ যে সাদা গাড়ি কিনে দিবো! ও বলে না! আমার আম্মু আছে ,আমি বললাম কথায় ও বলে ঘুমিয়ে আছে, বললাম তুমি অনেক সুন্দর, বড় হয়ে কি হতে চাও? তোমার স্বপ্ন কি, ডাক্তার না ইন্জিনিয়ার? ফাতিমা বললো আমার স্বপ্ন বড় হয়ে একজন ডাক্তার হবো , গরিব মানুষের চিকিৎসা করবো । অনেক বড় মানুষ হবো । আল্লাহ্ পাক ফাতেমার স্বপ্ন পুরন করুক সবাই দোয়া করবেন ফাতেমার জন্য।

Tag :

পথশিশু ফাতেমার স্বপ্ন

Update Time : ০৪:৪০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২

লেখক সাংবাদিক মোঃ জনি পারভেজ: দিনটা ছিলো ১০ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার নিজের কাজে ঢাকায় আসি। সফর সঙ্গী ছিলেন আমাদের আদরের ভাতিজা রানা, সারারাত গাড়িতে জার্নি করে ঢাকায় বহুল আলোচিত একটি বিল্ডিংয়ের নিচে বসে, বিভিন্ন বিষয়ে কথা ও গল্প গুজব করছিলাম। তখন একটি মেয়ে এসে বলে তোমরা কি করো, পিছুনে ফিরে দেখি একটা বাচ্চা. তখন আমি বললাম ছবি তুলছি, কে তুমি তোমার নাম কি ? সে বলে ফাতেমা, (৫) কিন্তু তাকে দেখে বুঝতে পারছি না সে কি ছেলে না মেয়ে! যখন বললো আমার নাম ফাতেমা। তখন বুঝতে বাকি নেই। তখন আমি বললাম তোমার কিছু লাগবে তুমি কি চাও? ফাতিমা বললো ভাইয়া একটা পরোটা আর ডাল ।  মুচকি হাসি দিয়ে বললো আর একটা মেহেদী কিনে দিবে.? অন্য কিছু ভালো লাগে না আমার, খালি মারে আমাকে সবাই , ঠিক আছে ফাতেমা ওদের আমি মারব । এই বলে আমি তাকে পরোটা আর ডাল কিনে দিলাম। অনেক লোভ দেখাই কিন্তু সে কোনো কিছুতেই আমার কথায় রাজি হয় না, আমি বললাম তুমি আমার সাথে যাবে, তোমাকে একটা ঐ যে সাদা গাড়ি কিনে দিবো! ও বলে না! আমার আম্মু আছে ,আমি বললাম কথায় ও বলে ঘুমিয়ে আছে, বললাম তুমি অনেক সুন্দর, বড় হয়ে কি হতে চাও? তোমার স্বপ্ন কি, ডাক্তার না ইন্জিনিয়ার? ফাতিমা বললো আমার স্বপ্ন বড় হয়ে একজন ডাক্তার হবো , গরিব মানুষের চিকিৎসা করবো । অনেক বড় মানুষ হবো । আল্লাহ্ পাক ফাতেমার স্বপ্ন পুরন করুক সবাই দোয়া করবেন ফাতেমার জন্য।