শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

লালপুরে পিকনিকের বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রী

  • Reporter Name
  • Update Time : ০৯:২৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
  • ২৬ Time View

বিশেষ প্রতিবেদক নাটোর.

নাটোরের লালপুরে পিকনিকের বাসচাপায় মিম আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় তৌহিদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন। শুক্রবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের লালপুর তেল পাম্পের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মিম আক্তার উপজেলার কাজীপাড়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ও কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। আহত তৌহিদুল একই গ্রামের মৃত মজির মালিথার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিম তার মা ও ছোট ভাইয়ের সঙ্গে ভ্যানে চড়ে একই উপজেলার ঠাকুর মোড় এলাকায় নানাবাড়ি যাচ্ছিল। ভ্যানটি লালপুর তেল পাম্পের কাছে পৌঁছালে কুষ্টিয়ার দৌলতপুর থেকে আসা লালপুর গ্রিন ভ্যালি পার্কগামী সাব্বির এন্টারপ্রাইজের একটি পিকনিকের বাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে মিম আক্তার সিটকে সড়কে পড়ে যায়। এ সময় বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে তাকে লালপুর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে আহত ভ্যানচালক তহিদুল ইসলামকে লালপুর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা ঘাতক বাস ও তার চালককে উপজেলা মোড়ে আটক করে। পরে পুলিশ গিয়ে বাস ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Tag :

লালপুরে পিকনিকের বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রী

Update Time : ০৯:২৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২

বিশেষ প্রতিবেদক নাটোর.

নাটোরের লালপুরে পিকনিকের বাসচাপায় মিম আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় তৌহিদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন। শুক্রবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের লালপুর তেল পাম্পের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মিম আক্তার উপজেলার কাজীপাড়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ও কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। আহত তৌহিদুল একই গ্রামের মৃত মজির মালিথার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিম তার মা ও ছোট ভাইয়ের সঙ্গে ভ্যানে চড়ে একই উপজেলার ঠাকুর মোড় এলাকায় নানাবাড়ি যাচ্ছিল। ভ্যানটি লালপুর তেল পাম্পের কাছে পৌঁছালে কুষ্টিয়ার দৌলতপুর থেকে আসা লালপুর গ্রিন ভ্যালি পার্কগামী সাব্বির এন্টারপ্রাইজের একটি পিকনিকের বাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে মিম আক্তার সিটকে সড়কে পড়ে যায়। এ সময় বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে তাকে লালপুর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে আহত ভ্যানচালক তহিদুল ইসলামকে লালপুর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা ঘাতক বাস ও তার চালককে উপজেলা মোড়ে আটক করে। পরে পুলিশ গিয়ে বাস ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।