বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে তরুণীদের পছন্দের শীর্ষে ‘কাঁচা বাদাম’

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
  • ৭৪ Time View

বিশেষ প্রতিবেদক.

আসন্ন ঈদকে সামনে রেখে চলছে আগাম পোশাক কেনা কাটা। এরইমধ্যে বাজারে ক্রেতাদের ঢল নেমেছে। ঈদের ১৫ দিন বাকি থাকতেই বরিশাল নগরীর সদর রোড, চকবাজার, কাঠপট্টি এবং বাজার রোডসহ বিভিন্ন এলাকার বিপনী বিতানগুলোতে ক্রেতার চাপ বেড়েছে। দিনে এবং রাতে সমানতালে চলছে পোশাক বেচাকেনা।

একই চিত্র নিম্ন ও মধ্য আয়ের মানুষের নির্ভরযোগ্য মার্কেটেও। এবারের ঈদ বাজারে তরুণীসহ নারীদের প্রধান আকর্ষণ ‘কাঁচা বাদাম’ নামের থ্রি পিস। লাল, নীল ও সবুজ সহ ৬ রঙের থ্রি পিস রয়েছে কাঁচা বাদামের। কাপড়ের ধরণ বুঝে আড়াই হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে হাল আমলের ক্রেজ কাঁচা বাদাম থ্রি পিস।

বিক্রেতারা বলেন, কাঁচা বাদাম নামে একটি গান সম্প্রতি ইউটিউবে ভাইরাল হয়। এ গানের মডেলের পড়নে যে ড্রেস ছিল সেই আদলেই করা হয়েছে কাঁচা বাদাম থ্রি-পিস। বিক্রেতারা বলেন, এবারের ঈদ বাজারে কাঁচা বাদাম থ্রি-পিসের ব্যাপক চাহিদা রয়েছে। ক্রেতারা নতুন পোশাক খোঁজেন। কাঁচা বাদাম নতুন পোশাক হওয়ায় এটির বিক্রিও বেশ ভালো। এছাড়াও অরগাঞ্জা এবং গোল্ড ড্রেস থ্রি পিসের চাহিদাও রয়েছে। ৪ থেকে ৮ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই থ্রি-পিস।

Tag :

ঈদে তরুণীদের পছন্দের শীর্ষে ‘কাঁচা বাদাম’

Update Time : ০৫:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২

বিশেষ প্রতিবেদক.

আসন্ন ঈদকে সামনে রেখে চলছে আগাম পোশাক কেনা কাটা। এরইমধ্যে বাজারে ক্রেতাদের ঢল নেমেছে। ঈদের ১৫ দিন বাকি থাকতেই বরিশাল নগরীর সদর রোড, চকবাজার, কাঠপট্টি এবং বাজার রোডসহ বিভিন্ন এলাকার বিপনী বিতানগুলোতে ক্রেতার চাপ বেড়েছে। দিনে এবং রাতে সমানতালে চলছে পোশাক বেচাকেনা।

একই চিত্র নিম্ন ও মধ্য আয়ের মানুষের নির্ভরযোগ্য মার্কেটেও। এবারের ঈদ বাজারে তরুণীসহ নারীদের প্রধান আকর্ষণ ‘কাঁচা বাদাম’ নামের থ্রি পিস। লাল, নীল ও সবুজ সহ ৬ রঙের থ্রি পিস রয়েছে কাঁচা বাদামের। কাপড়ের ধরণ বুঝে আড়াই হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে হাল আমলের ক্রেজ কাঁচা বাদাম থ্রি পিস।

বিক্রেতারা বলেন, কাঁচা বাদাম নামে একটি গান সম্প্রতি ইউটিউবে ভাইরাল হয়। এ গানের মডেলের পড়নে যে ড্রেস ছিল সেই আদলেই করা হয়েছে কাঁচা বাদাম থ্রি-পিস। বিক্রেতারা বলেন, এবারের ঈদ বাজারে কাঁচা বাদাম থ্রি-পিসের ব্যাপক চাহিদা রয়েছে। ক্রেতারা নতুন পোশাক খোঁজেন। কাঁচা বাদাম নতুন পোশাক হওয়ায় এটির বিক্রিও বেশ ভালো। এছাড়াও অরগাঞ্জা এবং গোল্ড ড্রেস থ্রি পিসের চাহিদাও রয়েছে। ৪ থেকে ৮ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই থ্রি-পিস।