শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিয়েতে সয়াবিন তৈল উপহার

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • ৬৪ Time View

বনলতা ডেস্ক. 

বিয়ের অনুষ্ঠানে গিয়ে মানুষ কতকিছু উপহার দেয়। উপহারের তালিকায় সাধারণত শোপিস, শাড়ি, অলঙ্কার, নগদ টাকা কিংবা বই থাকে। তবে, এবার কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের কটকবাজার এলাকার বাসিন্দা শরিফুল ইসলামের বিয়েতে ৫ লিটার সয়াবিন তেল উপহার দেওয়ার ঘটনা ঘটেছে।

শরিফুল ইসলামের বিয়েতে এমন উপহার দেন তার বন্ধুরা। এ ঘটনার কয়েকটি ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে।

শরিফুলের বন্ধু আমিনুল ইসলাম সজিব বলেন, “শরিফুলের বিয়ে হয়েছে এক মাস আগে। তখন কোন আনুষ্ঠানিকতা হয়নি৷  সম্প্রতি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে তাদের দুই পরিবার। আমাদের সকল বন্ধুকেও দাওয়াত করে সে। আমরা ভাবছিলাম কি নেওয়া যায় বিয়েতে। আমাদের চিন্তা আসলো তেলের এখন লাগাম ছাড়া দাম। কেউ এটা নিয়ে প্রতিবাদও করছে না। আমরা উপহারের দামে তেলের বোতল দেব। আর এটি আমাদের নীরব প্রতিবাদও হবে। তাই আমরা এমন সিদ্ধান্ত নিই।”

তিনি আরও বলেন, “তেলের অতিরিক্ত দামের কারণে সাধারণ মানুষ দিশেহারা। কেউ এর প্রতিবাদও করতে পারছে না। তাই এটা আমাদের এক ধরনের নীরব প্রতিবাদ। তেলের দাম কমে আসুক এটা আমরা প্রত্যাশা করি।

Tag :

বিয়েতে সয়াবিন তৈল উপহার

Update Time : ০৫:৪৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২

বনলতা ডেস্ক. 

বিয়ের অনুষ্ঠানে গিয়ে মানুষ কতকিছু উপহার দেয়। উপহারের তালিকায় সাধারণত শোপিস, শাড়ি, অলঙ্কার, নগদ টাকা কিংবা বই থাকে। তবে, এবার কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের কটকবাজার এলাকার বাসিন্দা শরিফুল ইসলামের বিয়েতে ৫ লিটার সয়াবিন তেল উপহার দেওয়ার ঘটনা ঘটেছে।

শরিফুল ইসলামের বিয়েতে এমন উপহার দেন তার বন্ধুরা। এ ঘটনার কয়েকটি ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে।

শরিফুলের বন্ধু আমিনুল ইসলাম সজিব বলেন, “শরিফুলের বিয়ে হয়েছে এক মাস আগে। তখন কোন আনুষ্ঠানিকতা হয়নি৷  সম্প্রতি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে তাদের দুই পরিবার। আমাদের সকল বন্ধুকেও দাওয়াত করে সে। আমরা ভাবছিলাম কি নেওয়া যায় বিয়েতে। আমাদের চিন্তা আসলো তেলের এখন লাগাম ছাড়া দাম। কেউ এটা নিয়ে প্রতিবাদও করছে না। আমরা উপহারের দামে তেলের বোতল দেব। আর এটি আমাদের নীরব প্রতিবাদও হবে। তাই আমরা এমন সিদ্ধান্ত নিই।”

তিনি আরও বলেন, “তেলের অতিরিক্ত দামের কারণে সাধারণ মানুষ দিশেহারা। কেউ এর প্রতিবাদও করতে পারছে না। তাই এটা আমাদের এক ধরনের নীরব প্রতিবাদ। তেলের দাম কমে আসুক এটা আমরা প্রত্যাশা করি।