শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সরকারি উদ্যোগে সিএনজি পাম্প চালু হবে শহরে

  • Reporter Name
  • Update Time : ০৮:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • ১৫৮ Time View

বনলতা ডেস্ক. পরিবহণ দফতরের আধিকারিকদের মতে, ভবিষ্যতে পাম্পের সংখ্যা বাড়লে সিএনজি চালিত বাস এবং গাড়ি কেনায় আগ্রহ বাড়বে জনসাধারণের।

রাজ্য পরিবহণ নিগমের একাধিক বাস ডিপোর জমিতে বছরখানেক আগেই শুরু হয়েছিল সিএনজি চালিত বাসে জ্বালানি ভরার পরিকাঠামো তৈরির প্রক্রিয়া। এর জন্য বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (বিজিসিএল) নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি সই করেছিল পরিবহণ নিগম। সেই চুক্তির আওতায় আগামী পয়লা জুন কসবায় নিগমের বাস ডিপোয় চালু হতে চলেছে প্রথম সিএনজি পাম্প। সেখানে সরকারি বাস ছাড়াও বেসরকারি বাস এবং অন্যান্য যানবাহন জ্বালানি ভরার সুযোগ পাবে বলে খবর।

পরিবহণ দফতর সূত্রের খবর, রাজ্য পরিবহণ নিগম এবং গ্যাস সরবরাহকারী সংস্থা বিজিসিএল-এর মধ্যে চুক্তি অনুযায়ী, নিগমের হাওড়া, সল্টলেক, ঠাকুরপুকুর, নীলগঞ্জ, বেলঘরিয়া, সাঁতরাগাছি, করুণাময়ী এবং কসবা—এই আটটি ডিপোয় সরকারি এবং বেসরকারি যানবাহনের সিএনজি ভরার পরিকাঠামো তৈরি করা হবে। প্রতিটি ডিপোয় প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ওই পরিকাঠামো তৈরি করবে বিজিসিএল। পরিবহণ দফতর জানাচ্ছে, সেই পরিকল্পনারই অঙ্গ হিসাবে কসবায় প্রথম সিএনজি পাম্প চালু হতে চলেছে ১ জুন। পাম্প থেকে প্রতি ঘণ্টায় ১৫টি বাস জ্বালানি ভরতে পারবে বলে খবর। এর আগে গড়িয়া এবং নিউ টাউনে বেসরকারি উদ্যোগে সিএনজি পাম্প চালু হলেও সরকারি উদ্যোগে এমন পাম্প কসবায় প্রথম চালু হতে চলেছে। পরিবহণ দফতরের আধিকারিকদের মতে, ভবিষ্যতে পাম্পের সংখ্যা বাড়লে সিএনজি চালিত বাস এবং গাড়ি কেনায় আগ্রহ বাড়বে জনসাধারণের।

Tag :

সরকারি উদ্যোগে সিএনজি পাম্প চালু হবে শহরে

Update Time : ০৮:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

বনলতা ডেস্ক. পরিবহণ দফতরের আধিকারিকদের মতে, ভবিষ্যতে পাম্পের সংখ্যা বাড়লে সিএনজি চালিত বাস এবং গাড়ি কেনায় আগ্রহ বাড়বে জনসাধারণের।

রাজ্য পরিবহণ নিগমের একাধিক বাস ডিপোর জমিতে বছরখানেক আগেই শুরু হয়েছিল সিএনজি চালিত বাসে জ্বালানি ভরার পরিকাঠামো তৈরির প্রক্রিয়া। এর জন্য বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (বিজিসিএল) নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি সই করেছিল পরিবহণ নিগম। সেই চুক্তির আওতায় আগামী পয়লা জুন কসবায় নিগমের বাস ডিপোয় চালু হতে চলেছে প্রথম সিএনজি পাম্প। সেখানে সরকারি বাস ছাড়াও বেসরকারি বাস এবং অন্যান্য যানবাহন জ্বালানি ভরার সুযোগ পাবে বলে খবর।

পরিবহণ দফতর সূত্রের খবর, রাজ্য পরিবহণ নিগম এবং গ্যাস সরবরাহকারী সংস্থা বিজিসিএল-এর মধ্যে চুক্তি অনুযায়ী, নিগমের হাওড়া, সল্টলেক, ঠাকুরপুকুর, নীলগঞ্জ, বেলঘরিয়া, সাঁতরাগাছি, করুণাময়ী এবং কসবা—এই আটটি ডিপোয় সরকারি এবং বেসরকারি যানবাহনের সিএনজি ভরার পরিকাঠামো তৈরি করা হবে। প্রতিটি ডিপোয় প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ওই পরিকাঠামো তৈরি করবে বিজিসিএল। পরিবহণ দফতর জানাচ্ছে, সেই পরিকল্পনারই অঙ্গ হিসাবে কসবায় প্রথম সিএনজি পাম্প চালু হতে চলেছে ১ জুন। পাম্প থেকে প্রতি ঘণ্টায় ১৫টি বাস জ্বালানি ভরতে পারবে বলে খবর। এর আগে গড়িয়া এবং নিউ টাউনে বেসরকারি উদ্যোগে সিএনজি পাম্প চালু হলেও সরকারি উদ্যোগে এমন পাম্প কসবায় প্রথম চালু হতে চলেছে। পরিবহণ দফতরের আধিকারিকদের মতে, ভবিষ্যতে পাম্পের সংখ্যা বাড়লে সিএনজি চালিত বাস এবং গাড়ি কেনায় আগ্রহ বাড়বে জনসাধারণের।