বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গুরুদাসপুরে প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগ নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • ৩৯ Time View

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. গুরুদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন বলেন, বঙ্গবন্ধু স্বাধীন রাষ্ট্র দিয়েছেন বলেই আমরা আজ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হতে পেরেছি। রাষ্ট্র যদি ভালো থাকে তাহলে দেশের জনগন ভালো থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ সেবার ফল আজ সকল নাগরিকের দাঁড়প্রান্তে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কদের মধ্যে একজন, যাঁর দুঃসাহসী পদক্ষেপে দেশ আজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যার সুফল আমরা পদ্মা সেতু, পায়রা বন্দর, মেষ্ট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটালাইট, বিনা খরচে স্বাস্থ্য সেবা শতভাগ বিদ্যুত,বঙ্গবন্ধু টানেল,শিক্ষার্থীদের উপবৃত্তি সময় মতো বই, আধুনিক কৃষিসেবা, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সামাজিক বেষ্টনী সেবাসহ আরো বহু উন্নয়ন দেখতে পাচ্ছি ও পেতে যাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ। যা নিয়ে শুরু হয়েছে দেশ ব্যাপি কর্মশালা। আর সেই অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০ টা থেকে ৪টা পর্যন্ত দিন ব্যাপি উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভার্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় উপজেলা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ আবু রাসেলসহ উপজেলার সকল অফিসার,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুশিল সমাজ ও গনমাধ্যম কর্মীসহ নানা শেণি পেশার ব্যাক্তিবর্গ।

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে ব্যাপক আলোচনা করেন অতিথিরা।

কর্মশালায় পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ শীর্ষক প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে কর্মশালায় অংশগ্রহণকারীরা ১০টি গ্রুপে ভাগ হয়ে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলায় সুপারিশ তুলে ধরেন।

Tag :

গুরুদাসপুরে প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগ নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০৪:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. গুরুদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন বলেন, বঙ্গবন্ধু স্বাধীন রাষ্ট্র দিয়েছেন বলেই আমরা আজ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হতে পেরেছি। রাষ্ট্র যদি ভালো থাকে তাহলে দেশের জনগন ভালো থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ সেবার ফল আজ সকল নাগরিকের দাঁড়প্রান্তে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কদের মধ্যে একজন, যাঁর দুঃসাহসী পদক্ষেপে দেশ আজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যার সুফল আমরা পদ্মা সেতু, পায়রা বন্দর, মেষ্ট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটালাইট, বিনা খরচে স্বাস্থ্য সেবা শতভাগ বিদ্যুত,বঙ্গবন্ধু টানেল,শিক্ষার্থীদের উপবৃত্তি সময় মতো বই, আধুনিক কৃষিসেবা, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সামাজিক বেষ্টনী সেবাসহ আরো বহু উন্নয়ন দেখতে পাচ্ছি ও পেতে যাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ। যা নিয়ে শুরু হয়েছে দেশ ব্যাপি কর্মশালা। আর সেই অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০ টা থেকে ৪টা পর্যন্ত দিন ব্যাপি উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভার্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় উপজেলা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ আবু রাসেলসহ উপজেলার সকল অফিসার,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুশিল সমাজ ও গনমাধ্যম কর্মীসহ নানা শেণি পেশার ব্যাক্তিবর্গ।

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে ব্যাপক আলোচনা করেন অতিথিরা।

কর্মশালায় পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ শীর্ষক প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে কর্মশালায় অংশগ্রহণকারীরা ১০টি গ্রুপে ভাগ হয়ে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলায় সুপারিশ তুলে ধরেন।