মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নলডাঙ্গায় দাদার হাত থেকে ভেসে যাওয়া নাতির লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
  • ৯৮ Time View

বিশেষ প্রতিবেদক নলডাঙ্গা. নাটোরের নলডাঙ্গা উপজেলার বারনই নদীতে গোসল করতে গিয়ে দাদার হাত থেকে নদীর পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার ২৪ ঘণ্টা পর নাতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত হুজাইফার (৭) লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। রাজশাহী থেকে আসা ডুবুরি দল বুধবার রাত পর্যন্ত চেষ্টা করে লাশ উদ্ধার না করতে পেরে অভিযান বন্ধ ঘোষণা করে।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা ঘটনাস্থলের কাছেই নিখোঁজ শিশুর লাশ ভেসে উঠতে দেখে উদ্ধার করে। এর আগে বুধবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সোনাপাতিল গ্রামের বারনই নদীতে গোসল করতে যায় পশ্চিম সোনাপাতিল গ্রামের আব্দুল জলিল ও তার ছেলের ঘরের নাতি হুজাইফা। দাদা-নাতি গোসলের সময় হঠাৎ ভরা নদীতে দাদার হাত ফসকে তলিয়ে যায় নাতি হুজাইফা।

খবর পেয়ে নিখোঁজ শিশুর পিতা মো. জহুরুল ইসলাম পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতা চাইলে উপজেলা প্রশাসন রাজশাহী থেকে ডুবুরি দল নিয়ে আসে। নিহত শিশু হুজাইফা একই এলাকার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার এমন মৃত্যুতে নিহতের পরিবার ও বিদ্যালয়টিতে শোকের ছায়া নেমে আসে।

নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

নলডাঙ্গায় দাদার হাত থেকে ভেসে যাওয়া নাতির লাশ উদ্ধার

Update Time : ০৪:৪৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২

বিশেষ প্রতিবেদক নলডাঙ্গা. নাটোরের নলডাঙ্গা উপজেলার বারনই নদীতে গোসল করতে গিয়ে দাদার হাত থেকে নদীর পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার ২৪ ঘণ্টা পর নাতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত হুজাইফার (৭) লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। রাজশাহী থেকে আসা ডুবুরি দল বুধবার রাত পর্যন্ত চেষ্টা করে লাশ উদ্ধার না করতে পেরে অভিযান বন্ধ ঘোষণা করে।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা ঘটনাস্থলের কাছেই নিখোঁজ শিশুর লাশ ভেসে উঠতে দেখে উদ্ধার করে। এর আগে বুধবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সোনাপাতিল গ্রামের বারনই নদীতে গোসল করতে যায় পশ্চিম সোনাপাতিল গ্রামের আব্দুল জলিল ও তার ছেলের ঘরের নাতি হুজাইফা। দাদা-নাতি গোসলের সময় হঠাৎ ভরা নদীতে দাদার হাত ফসকে তলিয়ে যায় নাতি হুজাইফা।

খবর পেয়ে নিখোঁজ শিশুর পিতা মো. জহুরুল ইসলাম পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতা চাইলে উপজেলা প্রশাসন রাজশাহী থেকে ডুবুরি দল নিয়ে আসে। নিহত শিশু হুজাইফা একই এলাকার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার এমন মৃত্যুতে নিহতের পরিবার ও বিদ্যালয়টিতে শোকের ছায়া নেমে আসে।

নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।