বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গুরুদাসপুরে শেফালী রাজিয়াদের স্বপ্নের মহলের জমি ও চাবি হস্তান্তর

  • Reporter Name
  • Update Time : ০২:১৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • ৬৪ Time View

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নাটোরের গুরুদাসপুরে  ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এর আগে ১ম পর্যায়ে ৫০ টি, ২য় পর্যায়ে ১৩৫ টি, ও ৩য় পর্যায়ে (১ম ধাপে) ৬৯ টি এরই ধারাবাহিকতায় আজ ৩য় পর্যায়ে ( ২য় ধাপে ) ৪০টি একক গৃহ উপজেলার বিয়াঘাট ও নাজিরপুর ইউনিয়নের উপকারভোগী পরিবারের কাছে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়। এ পর্যন্ত উপজেলায় সর্বমোট ২৯৪ টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ভূমি হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই ) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ জমিসহ ভূমি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু রাসেল, প্রকল্প কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, কৃষি অফিসার মোঃ হারুনর রশিদ ও গুরুদাসপুর থানার প্রতিনিধি এস আই এমরান হোসেন প্রমুখ্য।

 


উপকারভোগীদের মধ্য থেকে বক্তব্য দেন শেফালী এবং রাজিয়া বেগম তারা দৈনিক বনলতাকে বলেন, বিগত কোনো সরকার বিনামূল্যে জায়গাসহ রঙিন টিনে পাকাঘর পাওয়ার এমন স্বপ্ন দেখাতে পারেনি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। বিনামূল্যে জমি ও ঘর পেয়ে আমরা অনেক খুশি তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সকাল ১০ টায় সারা দেশের জেলা ও উপজেলায় নির্মিত এসব ঘরের চাবি ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে আনুষ্ঠানিক ভাবে জমিসহ গৃহ হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

গুরুদাসপুরে শেফালী রাজিয়াদের স্বপ্নের মহলের জমি ও চাবি হস্তান্তর

Update Time : ০২:১৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নাটোরের গুরুদাসপুরে  ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এর আগে ১ম পর্যায়ে ৫০ টি, ২য় পর্যায়ে ১৩৫ টি, ও ৩য় পর্যায়ে (১ম ধাপে) ৬৯ টি এরই ধারাবাহিকতায় আজ ৩য় পর্যায়ে ( ২য় ধাপে ) ৪০টি একক গৃহ উপজেলার বিয়াঘাট ও নাজিরপুর ইউনিয়নের উপকারভোগী পরিবারের কাছে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়। এ পর্যন্ত উপজেলায় সর্বমোট ২৯৪ টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ভূমি হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই ) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ জমিসহ ভূমি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু রাসেল, প্রকল্প কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, কৃষি অফিসার মোঃ হারুনর রশিদ ও গুরুদাসপুর থানার প্রতিনিধি এস আই এমরান হোসেন প্রমুখ্য।

 


উপকারভোগীদের মধ্য থেকে বক্তব্য দেন শেফালী এবং রাজিয়া বেগম তারা দৈনিক বনলতাকে বলেন, বিগত কোনো সরকার বিনামূল্যে জায়গাসহ রঙিন টিনে পাকাঘর পাওয়ার এমন স্বপ্ন দেখাতে পারেনি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। বিনামূল্যে জমি ও ঘর পেয়ে আমরা অনেক খুশি তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সকাল ১০ টায় সারা দেশের জেলা ও উপজেলায় নির্মিত এসব ঘরের চাবি ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে আনুষ্ঠানিক ভাবে জমিসহ গৃহ হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।