বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গুরুদাসপুরে বঙ্গবন্ধু গোল্ড কাপে মডেল স্কুল বঙ্গমাতায় নারায়নপুর স্কুল চ্যাম্পিয়ন

  • Reporter Name
  • Update Time : ০১:১৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • ৯৫ Time View

মোঃ ছাবলুর রহমান গুরুদাসপুর থেকে. গুরুদাসপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গবন্ধু গোল্ড কাপে গুরুদাসপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়।

অপর দিকে বঙ্গমাতা গোল্ড কাপে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ।খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে । সোমবার (২৫ জুন) গুরুদাসপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুরুদাসপুর-বড়াইগ্রামের স্থানীয় সংসদ সদস্য নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবু রাজ কুমার কাশি-সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ‘প্রাথমিক বিদ্যালয় ফুটবল ট্যুর্নামেন্ট-২০২২ খেলায় উপজেলার ১টি পৌরসভা ও ৬ টি ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ইউনিয়ন পর্যায়ের খেলায় বিজয়ীদল নিয়ে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সর্ব শেষ ৭টি বালক ও ৭টি বালিকা দল অংশ গ্রহন করেন। দুটি খেলাতেই নির্ধারিত সময়ে গোলশুন্য থাকায় ড্র হয়।  বঙ্গমাতা গোল্ডকাপে নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রকারে চাপিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। অপর দিকে বঙ্গবন্ধু গোল্ড কাপে গুরুদাসপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালসা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রকারে ৩-০ গোলে পরাজিত করে উপজেলা সেরা হয়েছে। চ্যাম্পিয়ান দু’টি দল জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করায় উপজেলা প্রাথামক শিক্ষা প্রশাসন সকলকে অভিনন্দন জানান। পরে, অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

গুরুদাসপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্তুজা আলী ও নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোছাঃ নাজমা খাতুন বলেন, লেখা পড়ায় ভালো ফলাফলের পাশাপাশি খেলাধুলাতেও তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো করছে। সরকারের এই ভালো উদ্বোগে কমলমতি শিশুরা বিনোদনের মধ্যে থেকে লেখাপড়ায় যেমন ভালো করছেন তেমনি সকল প্রকার অপরাধ প্রবনতা থেকেও দুরে থাকবে বলে মনে করেন তারা।

প্রধান অতিথি আব্দুল কুদ্দুস খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব সমাজকে আগ্রহী করতে  বিশেষ করে শিশুদের বাইরে খেলাধুলা করতে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন। যা তাদের যেকোনো ধরনের ভুল পথে যাওয়া বন্ধ হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে সহায়ক হবে। কারণ, জাতি গঠনে এগুলো খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন  ‘আমাদের বেশিরভাগ শিশু প্রায় সময় ফ্ল্যাটে মোবাইল, ল্যাপটপ এবং আইপ্যাড নিয়ে সময় কাটাচ্ছে। যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ঝুকিপুর্ণ।’

Tag :

গুরুদাসপুরে বঙ্গবন্ধু গোল্ড কাপে মডেল স্কুল বঙ্গমাতায় নারায়নপুর স্কুল চ্যাম্পিয়ন

Update Time : ০১:১৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২

মোঃ ছাবলুর রহমান গুরুদাসপুর থেকে. গুরুদাসপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গবন্ধু গোল্ড কাপে গুরুদাসপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়।

অপর দিকে বঙ্গমাতা গোল্ড কাপে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ।খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে । সোমবার (২৫ জুন) গুরুদাসপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুরুদাসপুর-বড়াইগ্রামের স্থানীয় সংসদ সদস্য নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবু রাজ কুমার কাশি-সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ‘প্রাথমিক বিদ্যালয় ফুটবল ট্যুর্নামেন্ট-২০২২ খেলায় উপজেলার ১টি পৌরসভা ও ৬ টি ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ইউনিয়ন পর্যায়ের খেলায় বিজয়ীদল নিয়ে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সর্ব শেষ ৭টি বালক ও ৭টি বালিকা দল অংশ গ্রহন করেন। দুটি খেলাতেই নির্ধারিত সময়ে গোলশুন্য থাকায় ড্র হয়।  বঙ্গমাতা গোল্ডকাপে নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রকারে চাপিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। অপর দিকে বঙ্গবন্ধু গোল্ড কাপে গুরুদাসপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালসা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রকারে ৩-০ গোলে পরাজিত করে উপজেলা সেরা হয়েছে। চ্যাম্পিয়ান দু’টি দল জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করায় উপজেলা প্রাথামক শিক্ষা প্রশাসন সকলকে অভিনন্দন জানান। পরে, অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

গুরুদাসপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্তুজা আলী ও নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোছাঃ নাজমা খাতুন বলেন, লেখা পড়ায় ভালো ফলাফলের পাশাপাশি খেলাধুলাতেও তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো করছে। সরকারের এই ভালো উদ্বোগে কমলমতি শিশুরা বিনোদনের মধ্যে থেকে লেখাপড়ায় যেমন ভালো করছেন তেমনি সকল প্রকার অপরাধ প্রবনতা থেকেও দুরে থাকবে বলে মনে করেন তারা।

প্রধান অতিথি আব্দুল কুদ্দুস খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব সমাজকে আগ্রহী করতে  বিশেষ করে শিশুদের বাইরে খেলাধুলা করতে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন। যা তাদের যেকোনো ধরনের ভুল পথে যাওয়া বন্ধ হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে সহায়ক হবে। কারণ, জাতি গঠনে এগুলো খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন  ‘আমাদের বেশিরভাগ শিশু প্রায় সময় ফ্ল্যাটে মোবাইল, ল্যাপটপ এবং আইপ্যাড নিয়ে সময় কাটাচ্ছে। যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ঝুকিপুর্ণ।’