শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গুরুদাসপুরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • ৭৬ Time View

গুরুদাসপুর(নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে “দৈনিক আমার সংবাদ” এর উপজেলা প্রতিনিধি মো. আব্দুস সালাম (৪০) কে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শনিবার রাতে মিনি এমপি হিসেবে পরিচিত মো. নজরুল ইসলামের (৪৮) বিরুদ্ধে গুরুদাসপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক আব্দুস সালাম। অভিযুক্ত নজরুল উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত আমীর আলীর ছেলে।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুরের গোপিনাথপুর দাখিল মাদ্রাসায় জমি ও টকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠে মাদ্রসার সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে। এমন সংবাদের ভিত্তিতে সভাপতির কাছে মাদ্রাসার নিয়োগ সংক্রান্ত তথ্য চাইলে ভুক্তভোগী সালামকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন সভাপতি মিনি নজরুল ।
অভিযুক্ত নজরুল ইসলামের কাছে যানতে চাইলে তিনি বলেন, সাংবাদিক সালামের সাথে আমার কোনো শত্রুতা নেই। গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টি মিথ্যা।

এবিষয়ে দৈনিক আমার সংবাদের গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি ও গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুস সালাম জানান, গোপিনাথপুর দাখিল মাদ্রাসায় চতুর্থ শেণির কর্মচারী নিয়োগে প্রার্থীদের নিকট থেকে মাদ্রাসার নামে জমি ও সভাপতির বিরুদ্ধে টাকা নেবার অভিযোগ উঠে। এ ব্যাপারে সরেজমিন করে সভাপতি নজরুলের বক্তব্যের জন্য মুঠোফোনে কল করলে তিনি বক্তব্য না দিয়ে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। পরে ২৩ সেপ্টেম্বর অন্য নম্বর থেকে ফোনে ভুল তথ্য দিয়ে সাংবাদিক আব্দুস সালামকে ডেকে নিয়ে আক্রমন করলে সে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে প্রাণে রক্ষা পান। এব্যাপারে ২৪ সেপ্টেম্বর বিকেলে গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগি আব্দুস সালাম। উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর দেশের বিভিন্ন অনলাইন পত্রিকায় “সভাপতির কব্জায় মাদ্রাসা সিন্ডিকেট” শিরোনামে সংবাদ প্রকাশ হবার পর ০১৭৫১-৫০২৯৯৯ নম্বর থেকে তাকে ভুল তথ্য দিয়ে ডেকে নিয়ে তাকে আক্রমন করা হয়।

গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোঃ মাজেম আলী মলিন বলেন, এধরনের ভুল তথ্য দিয়ে সাংবাদিক ডেকে নিয়ে হত্যার পরিকল্পনা করা দৃষ্ঠতার শামীল। এব্যাপারে তিনি প্রশাসনসহ থানা পুলিশের সুদৃষ্টি কামনা করেছেন। অন্যথায় পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, এ ঘটনায় সাংবাদিক আব্দুস সালাম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

গুরুদাসপুরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি

Update Time : ১১:৫৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২

গুরুদাসপুর(নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে “দৈনিক আমার সংবাদ” এর উপজেলা প্রতিনিধি মো. আব্দুস সালাম (৪০) কে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শনিবার রাতে মিনি এমপি হিসেবে পরিচিত মো. নজরুল ইসলামের (৪৮) বিরুদ্ধে গুরুদাসপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক আব্দুস সালাম। অভিযুক্ত নজরুল উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত আমীর আলীর ছেলে।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুরের গোপিনাথপুর দাখিল মাদ্রাসায় জমি ও টকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠে মাদ্রসার সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে। এমন সংবাদের ভিত্তিতে সভাপতির কাছে মাদ্রাসার নিয়োগ সংক্রান্ত তথ্য চাইলে ভুক্তভোগী সালামকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন সভাপতি মিনি নজরুল ।
অভিযুক্ত নজরুল ইসলামের কাছে যানতে চাইলে তিনি বলেন, সাংবাদিক সালামের সাথে আমার কোনো শত্রুতা নেই। গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টি মিথ্যা।

এবিষয়ে দৈনিক আমার সংবাদের গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি ও গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুস সালাম জানান, গোপিনাথপুর দাখিল মাদ্রাসায় চতুর্থ শেণির কর্মচারী নিয়োগে প্রার্থীদের নিকট থেকে মাদ্রাসার নামে জমি ও সভাপতির বিরুদ্ধে টাকা নেবার অভিযোগ উঠে। এ ব্যাপারে সরেজমিন করে সভাপতি নজরুলের বক্তব্যের জন্য মুঠোফোনে কল করলে তিনি বক্তব্য না দিয়ে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। পরে ২৩ সেপ্টেম্বর অন্য নম্বর থেকে ফোনে ভুল তথ্য দিয়ে সাংবাদিক আব্দুস সালামকে ডেকে নিয়ে আক্রমন করলে সে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে প্রাণে রক্ষা পান। এব্যাপারে ২৪ সেপ্টেম্বর বিকেলে গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগি আব্দুস সালাম। উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর দেশের বিভিন্ন অনলাইন পত্রিকায় “সভাপতির কব্জায় মাদ্রাসা সিন্ডিকেট” শিরোনামে সংবাদ প্রকাশ হবার পর ০১৭৫১-৫০২৯৯৯ নম্বর থেকে তাকে ভুল তথ্য দিয়ে ডেকে নিয়ে তাকে আক্রমন করা হয়।

গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোঃ মাজেম আলী মলিন বলেন, এধরনের ভুল তথ্য দিয়ে সাংবাদিক ডেকে নিয়ে হত্যার পরিকল্পনা করা দৃষ্ঠতার শামীল। এব্যাপারে তিনি প্রশাসনসহ থানা পুলিশের সুদৃষ্টি কামনা করেছেন। অন্যথায় পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, এ ঘটনায় সাংবাদিক আব্দুস সালাম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।