গুরুদাসপুরে এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি উদযাপন

গুরুদাসপুর(নাটোর) প্রতিনিধি. বর্ণাঢ্য আয়োজন, র্যালি ও কেক কাটার মধ্যে দিয়ে নাটোরের গুরুদাসপুরে জনপ্রিয় চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি পালিত হয়েছে।
বুধবার ১৮ জানুয়ারী সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান তানিমের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে মেইন মেইন সড়ক প্রদক্ষিণ শেষে গুরুদাসপুর প্রেসক্লাব কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে ১০ম বর্ষপূর্তিতে গুরুদাসপুর ে প্রেসক্লাবের সভাপতি দিল মোহাম্মদের সভাপতিত্বে ১০ পাউন্ড ওজনের কেক কাটা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মেহেদি হাসান শাকিল, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, বীরমুক্তিযোদ্ধাগণ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক মাজেম আলী মলিন ও উপজেলার সকল গণমাধ্যমকর্মীবুন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা এশিয়ানটিভির অবদান তুলে ধরে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন।