বনলতা অনলাইন ডেস্ক. বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে মারা গেলেন এক যুবক। গানের তালে তালে নাচছিলেন ১৯ বছর বয়সী ঐ যুবক। আনন্দে আত্মহারা হয়ে শার্টের সবগুলো বোতামও খুলে ফেলেছিলেন।
তবে আচমকাই মাটিতে মুখ থুবড়ে পড়লেন সেই যুবক। অনুষ্ঠানে উপস্থিত কেউ বুঝে ওঠার আগেই সব শেষ। হৃদস্পন্দন বন্ধ হয়ে মারা যায় সে। খুশির দিনে নেমে এলো শোকের অন্ধকার।
শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে ভারতের তেলাঙ্গানার আদিলাবাদ জেলার কুভীর মণ্ডলের পরদি নামক একটি গ্রামে। যুবকের মৃত্যুর ঘটনার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর বলছে, মৃত যুবকের নাম মুত্যম। তিনি মহারাষ্ট্রের শিভুনি গ্রামের বাসিন্দা।
পরদি গ্রামের স্থানীয়রা জানান, একটি জনপ্রিয় তেলেগু গানের তালে পা দোলাচ্ছিলেন মুত্যম। শনিবার সন্ধ্যা তখন সাতটা। বিয়ের রিসেপশন পার্টি চলছিল। সেই সময় হঠাৎই আনন্দ করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুত্যম। সঙ্গে সঙ্গে ভাইঁসাতে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।