শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দেবর নিহতের খবরে ভাবির মৃত্যু !

  • Reporter Name
  • Update Time : ০৭:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • ৯০ Time View

অনলাইন ডেস্ক. দুর্বৃত্তদের হাতে দেবর নিহত হওয়ার খবর পেয়ে এক নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ার আমতার সোমেশ্বর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম অসিত মাঝি (৪০)। আর তার ভাবির নাম লক্ষ্মী মাঝি (৪৭)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন অসিত। সেই সময় রাস্তায় পাপাই পোল্লে ও নয়ন গায়েন নামে এলাকারই দুই যুবকের সঙ্গে তার তর্ক হয়। একপর্যায়ে তারা অসিতকে মারধর করেন।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আমতা গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।

শুক্রবার হাসপাতালে ওই হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় অসিতের। তার মৃত্যুর খবর শুনে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার ভাবি লক্ষ্মীও।

অসিতের মৃত্যুতে থানায় অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন তারা।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত দুই যুবক পলাতক। দুজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। হত্যা মামলার পর পুলিশ তদন্ত শুরু করেছে।

Tag :

দেবর নিহতের খবরে ভাবির মৃত্যু !

Update Time : ০৭:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩

অনলাইন ডেস্ক. দুর্বৃত্তদের হাতে দেবর নিহত হওয়ার খবর পেয়ে এক নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ার আমতার সোমেশ্বর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম অসিত মাঝি (৪০)। আর তার ভাবির নাম লক্ষ্মী মাঝি (৪৭)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন অসিত। সেই সময় রাস্তায় পাপাই পোল্লে ও নয়ন গায়েন নামে এলাকারই দুই যুবকের সঙ্গে তার তর্ক হয়। একপর্যায়ে তারা অসিতকে মারধর করেন।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আমতা গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।

শুক্রবার হাসপাতালে ওই হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় অসিতের। তার মৃত্যুর খবর শুনে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার ভাবি লক্ষ্মীও।

অসিতের মৃত্যুতে থানায় অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন তারা।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত দুই যুবক পলাতক। দুজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। হত্যা মামলার পর পুলিশ তদন্ত শুরু করেছে।