স্মাট ভূমি সেবায়, ভূমি মন্ত্রণালয়, এই স্লোগানকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভুমি সেবা অফিসে এই জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান শাকিলের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা।
অন্যানের মধ্যে উপজেলা বক্তব্য রাখেন , উপজেলা কৃষি অফিসার মোঃ হারুনর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, সাংবাদিক এম এম আলী আক্কাস, আনিসুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ৬ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান শাকিল জানান, ইতিমধ্যেই নামজারী আবেদন সম্পুর্ণ অনলাইনে করা হয়েছে। উপজেলার ৫ হাজার সেবা গ্রহিতাদের ই মিউটেশন সেবা প্রদান করা হয়েছে। ১ বৈশাখ থেকে এই অর্থ বছরে ৯৬লাখ ৬৯ হাজার ৯৮৪ টাকাসহ অন্যান্য সেবা খাতের মাধ্যমে কোটি ৭৩লাখ ২১হাজার ৯৪৭ টাকা রাজস্ব সরকারী খাতে জমা করা হয়েছে। ৫০৬টি ভুমিহীন পরিবারকে পরিবারকে পর্ণবাসন করাসহ ১১.৮৬ একর খাস জমি উদ্ধার করা হয়েছে যার সরকারী মুল্য ৭৯লাখ ৭৫হাজার টাকা।
আলোচনা সভা শেষে ভূমি সেবা সর্ম্পকে ভিডিও প্রদর্শনী দেখানোসহ ভূমি সেবা পেতে ১৬১২২ নাম্বারে ফোন করে ভূমি সংক্রান্ত সকল তথ্য পেতে নাম্বারটি মোবাইলে সেভ করে রাখার পরামর্শও দেয়া হয়।