ক্ষমতা পরিবর্তনের মালিক জনগণ । দেশের উন্নয়ন শান্তি শৃংখলা দেখে মানুষ ভোট দিবে। না খেয়ে বিনা চিকিৎসায় একজন মানুষও মরবে না এটা আওয়ামীলীগ সরকারের অঙ্গীকার ।মানুষের অভাব থাকতেই পারে, কিন্তু না খেয়ে একজনও মারা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার।
তিনি বলেন করোনার সময়ও কেউ না খেয়ে মারা যায়নি। ২৪ মে বুধবার বেড়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার,কিডনি,লিভার সিরোসিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর মাঝে নগদ অর্থ ও অনুদান এর চেক বিতরণ অনুষ্ঠানে উপেজলা নিবার্হী অফিসার মোহাঃ সবুর আলীর সভাপতিত্বে,প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাড: শামসুল হক টুকু এমপি, এসব কথা বলেছেন।
পরে ১১ জন ক্যান্সার,কিডনী লিভার,সিরাসিস,স্ট্রোকে,প্যারালাইজড,জন্মগত হৃদেরাগ,ও থ্যালেসময়া রোগে আক্রান্ত রোগিদর মাঝে এককালিন অনুদানের ৫০,০০০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশষ অতিথ হিসাব উপিস্থত ছিলন,উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল হক বাবু, ভাইস চেয়ারম্যান মেজবাহ-উল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইদ প্রমূখসহ উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা।