পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারি এলাকায় অটো বোরাকের চাপায় শিশু মিশু(৫) নিহত হয়েছে। সে ঐ গ্রামের জসিমের ছেলে। বুধবার (২৮ ফেব্রয়ারী) বেলা ৪ টার দিকে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বেলা ৪ টার দিকে নিজ বাড়ির সামনে খেলা করছিল মিশু। এসময় একটি চলমান ট্রাক কে ওভারটেক করার চেষ্টা করে নিয়ন্ত্রন হারিয়ে মিশুকে চাপাদেয় অটো বোরাক। এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম রেজা জানান, এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।