পুকুর কাটায় ফাঁকা বুলি
কবি-তসলিম রানা
পরিষদ রাজ- রাজারা আসলেন ,
আয়েশ করে গদী চেপে বসলেন।
হুংকার দিয়ে নীতি বাক্য ছাড়লেন,
বজ্র আটুনীতে ফসকাগির মারলেন।
“আজকে থেকে জারি হলো নতুন কানন,
এখন এ রাজ্যে হবে না আর পুকুর খনন।
বহু ফসলি জমি এভাবে করলে নষ্ট
জনতার হবে নিত্যদিনের খাদ্যের কষ্ট।
বুক বাঁধিয়া আম জনতা কয় –
এবার বুঝি কাটল মোদের ভয় !
পাকা রাস্তায় পরবে না আর আগলা মাটি,
এবার বাদলা দিনেও নিশ্চিতে চলব মোরা হাঁটি।
বাইক চালক মনে মনে বড়ই আশা করে,
আর বুঝি;যাব নাকো উল্টে মোরা পড়ে!
কয়ডা দানব যন্ত্র এনে ধরে থানায় পুরে-
মিছামিছিই লোক দেখানো কৃর্তি গড়ে তোলে।
ভগলু জ্ঞানীও ভেবেচিন্তে একটা কথা কয়,
এমনি ভাবেই বেড়ে নাকি রেটটা দ্বিগুণ হয়।।
চলে ভেকু-মাটির গাড়ী সারারাত্রি দিন,
ওদের টাকার চাকার ধুলায় রাত্রি করে দিন।
আসল কথা উড়ছে টাকা কারি কারি,
রাস্তা কাঁপায় চলছে চলবে মাটির গাড়ি।