পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গুরুদাসপুর উপজেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা আকতার ।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ হল আনন্দ খুশি আর শান্তি সম্প্রীতির উৎসব। ঈদ ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায়। তিনি আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করেন। তিনি ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠুক এই প্রত্যাশা করে সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা ও সকলের সহযোগিতা কামনা করেন।
পাশাপাশি গুরুদাসপুর উপজেলাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পশু জবাই এবং আবর্জনাগুলোও নির্দ্রিষ্ট জায়গায় ফেলার আহবান জানিয়েছেন।