ঈদ উপহার পেয়ে খুশি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘর আশ্রয়ণ প্রকল্পে থাকা পরিবারের সদস্যরা। প্রতি বছরের ন্যায় গুরুদাসপুর উপজেলা পরিষদের নব-নির্বাচীত চেয়ারম্যান নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা পবিত্র ঈদ উল আযহা’র আনন্দ ভাগাভাগি করে নিতে দুপুর থেকে সন্ধা পর্যন্ত উপজেলার চাপিলা ও মশিন্দা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ১৫০টি পরিবারের মাঝে কোরবানির মাংস ও নগদ অর্থ পৌছে দিয়েছেন।
এছাড়াও তার নিজ কার্যালয় প্রেসিডেন্ট প্রাসাদ থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ২০০ জন হতদরিদ্র মানুষের মাঝে মাংস ও নগদ অর্থও উপহার দিয়েছেন তিনি ।
আহম্মদ আলী মোল্লা বলেন,‘আত্মত্যাগ ও মানবতার কল্যাণে উদযাপন হোক পবিত্র ঈদ উল আযহা। মাননীয় প্রধানমন্ত্রী ভ‚মিহীন ও গৃহহীনদের জন্য উপহার সরুপ আশ্রয়ণ প্রকল্প গুরুদাসপুরেও স্থাপন করেছেন। এই সময়ে অনেকেই খুব কষ্টে থাকেন। আশ্রয়ণে বসবাসরত নিম্ন আয়ের মানুষদের সাথে একটু ঈদ আনন্দ ভাগাভাগী করতে পেরে খুব ভালো লাগছে।
প্রতি বছর তিনি আশ্রয়ণ প্রকল্পসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত গরীব অসহায় হত দরিদ্র মানুষদের নিয়েই তার পরিবার ঈদ উদযাপন করে থাকেন। ভবিষ্যতেও তার এমন কার্যক্রম অব্যাহত থাকবে।’