বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নাটোর আইনজীবি সমিতির নিরংকুশ জয়

  • Reporter Name
  • Update Time : ০৫:৫১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ৬৭২ Time View

বিশেষ প্রতিবেদক নাটোর.নাটোর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদের সব কটিতেই আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীরা জয় লাভ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী সভাপতি পদে আবু আহসান টগর, সিনিয়র সহসভাপতি পদে প্রদীপ কুমার চৌধুরী, জুনিয়র সহসভাপতি পদে আখতার হোসেন, সাধারণ সম্পাদক পদে আবদুল মালেক শেখ, যুগ্ম সম্পাদক পদে কাজী তাজ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ পদে শরীফুল ইসলাম, পাঠাগার সম্পাদক পদে আনোয়ার হোসেন, নিরীক্ষণ সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে বাকী বিল্লাহ, আপ্যায়ন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুফী মো. মমতাজ রায়হান ও মহিলা সম্পাদক পদে আরজুমান্দ বানু জয়লাভ করেছেন।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কার্যকরী কমিটির নির্বাচনে ৩০২ জন ভোটারের মধ্যে ২৯৫ জন ভোট দেন। পরে রাত সাড়ে ১০টা পর্যন্ত ভোট গণনা করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার এ কে এম শাহজাহান কবীর ফলাফল ঘোষণা করেন।
প্রধান নির্বাচন কমিশনার এ কে এম শাহজাহান কবীর বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবদুল মালেক শেখ জানান, আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণ, লিফটব্যবস্থা চালু, বঙ্গবন্ধু সাইবার ক্যাফে স্থাপনসহ নানাবিধ উন্নয়নে বর্তমান সরকারের সহযোগিতা অব্যাহত আছে। এ কারণে আওয়ামীপন্থী আইনজীবীদের বিপুল ভোটে বিজয়ী করে সমিতির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

Tag :

নাটোর আইনজীবি সমিতির নিরংকুশ জয়

Update Time : ০৫:৫১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩

বিশেষ প্রতিবেদক নাটোর.নাটোর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদের সব কটিতেই আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীরা জয় লাভ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী সভাপতি পদে আবু আহসান টগর, সিনিয়র সহসভাপতি পদে প্রদীপ কুমার চৌধুরী, জুনিয়র সহসভাপতি পদে আখতার হোসেন, সাধারণ সম্পাদক পদে আবদুল মালেক শেখ, যুগ্ম সম্পাদক পদে কাজী তাজ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ পদে শরীফুল ইসলাম, পাঠাগার সম্পাদক পদে আনোয়ার হোসেন, নিরীক্ষণ সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে বাকী বিল্লাহ, আপ্যায়ন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুফী মো. মমতাজ রায়হান ও মহিলা সম্পাদক পদে আরজুমান্দ বানু জয়লাভ করেছেন।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কার্যকরী কমিটির নির্বাচনে ৩০২ জন ভোটারের মধ্যে ২৯৫ জন ভোট দেন। পরে রাত সাড়ে ১০টা পর্যন্ত ভোট গণনা করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার এ কে এম শাহজাহান কবীর ফলাফল ঘোষণা করেন।
প্রধান নির্বাচন কমিশনার এ কে এম শাহজাহান কবীর বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবদুল মালেক শেখ জানান, আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণ, লিফটব্যবস্থা চালু, বঙ্গবন্ধু সাইবার ক্যাফে স্থাপনসহ নানাবিধ উন্নয়নে বর্তমান সরকারের সহযোগিতা অব্যাহত আছে। এ কারণে আওয়ামীপন্থী আইনজীবীদের বিপুল ভোটে বিজয়ী করে সমিতির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।