শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গুরুদাসপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০১:৩১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • ৪৭ Time View

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.নাটোরের গুরুদাসপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সব ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এসময় নাটোর -৪ (গুরুদাসপুর বড়াইগ্রাম) স্থানীয় সাংসদ নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের পক্ষে তার ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড গ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ।

 


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা,সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু রাসেল, ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, সমাজসেবা অফিসার মোঃ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফারুক হোসেন, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক, গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজেম আলী মলিন, চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আক্কাছসহ বীর মুক্তিযোদ্ধা ও ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

ইউএনও তমাল হোসেন জানান, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের প্রেরিত ৮৪জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। এছাড়া ৭১ জন মৃত্য মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে ডিজিটাল মৃত্য সনদ বিতরণ করা হয়েছে। এই স্মার্টকার্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের জন্য সকল সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

Tag :

গুরুদাসপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড বিতরণ

Update Time : ০১:৩১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.নাটোরের গুরুদাসপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সব ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এসময় নাটোর -৪ (গুরুদাসপুর বড়াইগ্রাম) স্থানীয় সাংসদ নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের পক্ষে তার ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড গ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ।

 


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা,সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু রাসেল, ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, সমাজসেবা অফিসার মোঃ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফারুক হোসেন, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক, গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজেম আলী মলিন, চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আক্কাছসহ বীর মুক্তিযোদ্ধা ও ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

ইউএনও তমাল হোসেন জানান, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের প্রেরিত ৮৪জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। এছাড়া ৭১ জন মৃত্য মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে ডিজিটাল মৃত্য সনদ বিতরণ করা হয়েছে। এই স্মার্টকার্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের জন্য সকল সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।