বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কেন? রঙধনু সাজে সাজলে না

  • Reporter Name
  • Update Time : ১০:৫৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
  • ৭৪ Time View

কেন? রঙধনু সাজে সাজলে না
রৌদ্রের মত হাসলে না
কথা দিয়ে তুমি কথা রাখলে না?
যেখানেই থাকো ভালো থেকো
তুমি যে আমার শুধুই আমার
এই কথা মনে রেখো।।
হিমেল বাতাস ছোঁয়া দিয়ে আজ
কানে কানে বলে যায়
চেয়ে দেখ তুমি পৃথিবী বিরল,
আকাশের চোখে জল ছল ছল
তোমার জন্য হায!
প্রকৃতির মাঝে আপনাকে খুঁজে দেখো।।
মেঘের কান্না কেউ তো বোঝেনা
কেন সে যে কাঁদে হায়!
মেঘের আড়ালে চন্দ্রের মুখ
দুখের স্মৃতিকে করে জাগরূক
শুধু আমাকে কাঁদায়!
অভিমান ভুলে আমাকেই কাছে ডেকো।।
– সুব্রত পাল
ঢাকা

Tag :

কেন? রঙধনু সাজে সাজলে না

Update Time : ১০:৫৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০

কেন? রঙধনু সাজে সাজলে না
রৌদ্রের মত হাসলে না
কথা দিয়ে তুমি কথা রাখলে না?
যেখানেই থাকো ভালো থেকো
তুমি যে আমার শুধুই আমার
এই কথা মনে রেখো।।
হিমেল বাতাস ছোঁয়া দিয়ে আজ
কানে কানে বলে যায়
চেয়ে দেখ তুমি পৃথিবী বিরল,
আকাশের চোখে জল ছল ছল
তোমার জন্য হায!
প্রকৃতির মাঝে আপনাকে খুঁজে দেখো।।
মেঘের কান্না কেউ তো বোঝেনা
কেন সে যে কাঁদে হায়!
মেঘের আড়ালে চন্দ্রের মুখ
দুখের স্মৃতিকে করে জাগরূক
শুধু আমাকে কাঁদায়!
অভিমান ভুলে আমাকেই কাছে ডেকো।।
– সুব্রত পাল
ঢাকা