শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গুরুদাসপুরে চাল-ডাল-তেল-পেঁয়াজের দামে আগুন, নাকাল ক্রেতা

  • Reporter Name
  • Update Time : ০৬:২৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • ৫৩ Time View

গুরুদাসপুর প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর উপজেলায় চাল, তেল, ডাল ও পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

উপজেলার চাঁচকৈড়, নাজিরপুর, খুবজীপুর ও কাছিকাটাসহ বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, পেঁয়াজের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেশি।

চাঁচকৈড় বাজারের খুচরা ব্যবসায়ী উজ্জল শেখ ও রিপন আলী বলেন, শুক্রবার ১ হাজার ৬০০ টাকা মণ, সোমবার ১ হাজার ৭০০ এবং বুধবার ২ হাজার টাকা পর্যন্ত পাইকারি পেঁয়াজ বিক্রি হয়েছে। খাতুনগঞ্জে কেজিতে ১৮ টাকা বাড়লেও এখানে ১২ থেকে ১৫ টাকা বেড়েছে।

খুচরা পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। কিন্তু এসব কথা মানতে নারাজ সাধারণ ভোক্তারা।

তারা বলছেন, ৩৫ টাকা কেজির পেঁয়াজ এখন ৬০ টাকা। আবার কোথাও কোথাও ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হঠাৎ করে এমন অস্বাভাবিক দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা।

স্থানীয়রা বলছেন, শুধু পেঁয়াজই নয়, চাল, তেল ও ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। এতে করোনায় কর্মহীন মানুষগুলোর বিপদ আরও বেড়ে যাচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন বলেন, দেশের সব জায়গাতেই পেঁয়াজের দাম বাড়ছে। বাজার মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।

Tag :

গুরুদাসপুরে চাল-ডাল-তেল-পেঁয়াজের দামে আগুন, নাকাল ক্রেতা

Update Time : ০৬:২৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১

গুরুদাসপুর প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর উপজেলায় চাল, তেল, ডাল ও পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

উপজেলার চাঁচকৈড়, নাজিরপুর, খুবজীপুর ও কাছিকাটাসহ বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, পেঁয়াজের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেশি।

চাঁচকৈড় বাজারের খুচরা ব্যবসায়ী উজ্জল শেখ ও রিপন আলী বলেন, শুক্রবার ১ হাজার ৬০০ টাকা মণ, সোমবার ১ হাজার ৭০০ এবং বুধবার ২ হাজার টাকা পর্যন্ত পাইকারি পেঁয়াজ বিক্রি হয়েছে। খাতুনগঞ্জে কেজিতে ১৮ টাকা বাড়লেও এখানে ১২ থেকে ১৫ টাকা বেড়েছে।

খুচরা পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। কিন্তু এসব কথা মানতে নারাজ সাধারণ ভোক্তারা।

তারা বলছেন, ৩৫ টাকা কেজির পেঁয়াজ এখন ৬০ টাকা। আবার কোথাও কোথাও ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হঠাৎ করে এমন অস্বাভাবিক দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা।

স্থানীয়রা বলছেন, শুধু পেঁয়াজই নয়, চাল, তেল ও ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। এতে করোনায় কর্মহীন মানুষগুলোর বিপদ আরও বেড়ে যাচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন বলেন, দেশের সব জায়গাতেই পেঁয়াজের দাম বাড়ছে। বাজার মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।