শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বেড়ায় ৪শʼʼ পিচ ইয়াবা ও হেরোইন সহ আটক -তিন

  • Reporter Name
  • Update Time : ০৩:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
  • ৪৩ Time View

বেড়া পাবনা প্রতিনিধি: পাবনার বেড়ায় গতকাল ( ০৮ জুলাই ) শুক্রবার বিকাল ৫ টার সময় বেড়া থানাধিন বিভিন্ন স্থান থেকে ৪০০পিছ ইয়াবা ও তিন গ্রাম হিরইন সহ মোট তিন জনকে গ্রেপ্তার করেন বেড়া মডেল থানার পুলিশ ।

গ্রেপ্তারকৃতরা হলো বেড়া ভাটিয়া খড়া সোনা পদ্ম গ্রামের মৃত হাফেজ আলীর ছেলে মো: হাসান আলী শেখ (৩৭) জয়নগর গ্রামের আব্দুল খালেক এর ছেলে হাসান আলি (২৮) ও
বৃশালিক্ষা গ্রামের গোলাম মস্তফার ছেলে মো আরিফুল ইসলাম(৩২) এর কাছ থেকে ৪০০ পিচ ইয়াবা সহ প্রেফতার করা হয় ।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আসাদুজ্জামান দৈনিক বনলতা নিউজকে জানান , গোপন সংবাদ এর ভিত্তিতে এসআই আরিফুল ইসলাম ,এসআই সামিন রেজা, এএসআই আনোআর , ও সহযোগীতায় পুলিশের ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ পিচ ইয়াবা ও তিন গ্রাম হেরোইন সহ তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ধারা মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরনের ব্যবস্থা করা হয়েছে । তিনি জানান আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

বেড়ায় ৪শʼʼ পিচ ইয়াবা ও হেরোইন সহ আটক -তিন

Update Time : ০৩:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২

বেড়া পাবনা প্রতিনিধি: পাবনার বেড়ায় গতকাল ( ০৮ জুলাই ) শুক্রবার বিকাল ৫ টার সময় বেড়া থানাধিন বিভিন্ন স্থান থেকে ৪০০পিছ ইয়াবা ও তিন গ্রাম হিরইন সহ মোট তিন জনকে গ্রেপ্তার করেন বেড়া মডেল থানার পুলিশ ।

গ্রেপ্তারকৃতরা হলো বেড়া ভাটিয়া খড়া সোনা পদ্ম গ্রামের মৃত হাফেজ আলীর ছেলে মো: হাসান আলী শেখ (৩৭) জয়নগর গ্রামের আব্দুল খালেক এর ছেলে হাসান আলি (২৮) ও
বৃশালিক্ষা গ্রামের গোলাম মস্তফার ছেলে মো আরিফুল ইসলাম(৩২) এর কাছ থেকে ৪০০ পিচ ইয়াবা সহ প্রেফতার করা হয় ।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আসাদুজ্জামান দৈনিক বনলতা নিউজকে জানান , গোপন সংবাদ এর ভিত্তিতে এসআই আরিফুল ইসলাম ,এসআই সামিন রেজা, এএসআই আনোআর , ও সহযোগীতায় পুলিশের ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ পিচ ইয়াবা ও তিন গ্রাম হেরোইন সহ তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ধারা মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরনের ব্যবস্থা করা হয়েছে । তিনি জানান আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।